Omicron's effect on lungs: ওমিক্রনে কতটা ক্ষতিগ্রস্ত হবে ফুসফুস? কী বলছেন চিকিৎসকরা?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Omicron's effect on lungs: এই পরিস্থিতিতে মানুষ অনেক বেশি উদ্বিগ্ন জীবাণুর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনকে নিয়ে
দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ (Coronavirus Infection) আবার অনেকটাই বেড়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে মানুষ অনেক বেশি উদ্বিগ্ন জীবাণুর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনকে নিয়ে (omicron variant)৷ যদিও এখনও অবধি ওমিক্রন সংক্রমণের প্রভাব মৃদু৷ বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না৷ হাসপাতালে ভর্তি করতে হলেও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসার প্রয়োজন পড়ছে না৷ কারণ অক্সিজেনের মাত্রা নামছে না৷ কিন্তু ওমিক্রনে আক্রান্ত এবং তাঁদের পরিজনদের চিন্তা, এই ভ্যারিয়্যান্টে ফুসফুসের কতটা ক্ষতি হচ্ছে? তবে এখনও অবধি চিকিৎসকদের ধারণা, করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়্যান্টের মতো ওমিক্রন এতটা মারাত্মক নয় (effects of omicron on lungs)৷
দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ এবং সফদরজং হাসপাতালের পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান নীরজকুমার গুপ্ত জানিয়েছেন, ‘‘ওমিক্রনের স্পাইক প্রোটিনে একটি মিউটেশন আছে৷ ফলে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে৷ কিন্তু কিছু কারণের জন্য এর ক্ষতি করার প্রবণতা কমে গিয়েছে৷’’
আরও পড়ুন : শীতেও জলশূন্য হয়ে পড়ে শরীর, এখনই সতর্ক হোন এই লক্ষণগুলিতে
তিনি আরও জানিয়েছেন ওমিক্রন আক্রান্তদের মধ্যে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে৷ অন্যান্য ভ্যারিয়্যান্টের তুলনায় এতে মৃত্যুর হারও অনেক কম৷ অর্থাৎ, দেখা যাচ্ছে করোনার অন্যান্য ভ্যারিয়্যান্টের মতো ওমিক্রন অতটা ক্ষতিকর নয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : বর্ষবরণের পার্টিতে যাচ্ছেন? ভুলেও এই ভুলগুলো করবেন না যেন
‘‘ আমরা দেখছি যে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে চিকিৎসা হলে তাঁদের আইসিইউ ওয়ার্ড বা অক্সিজেন সিলিন্ডারের দরকার পড়ছে না৷ এই রোগীদের মধ্যে অক্সিজেন মাত্রা নেমে যাওয়ার ঘটনা এখনও সামনে আসেনি৷ জীবাণু ফুসফুসে পৌঁছলে বা ফুসফুসের কোনও ক্ষতি করলে তখনই অক্সিজেনের মাত্রা নেমে যায়৷ তাই আমরা বলতে পারি ফুসফুস অবধি ওমিক্রন পৌঁছচ্ছে না বা ফুসফুসের ক্ষতি করার মতো ক্ষমতা এই ভ্যারিয়্যান্টের নেই৷ এটা অনেক বেশি সংক্রামক কিন্তু কম ক্ষতিকর৷’’ বেছেন চিকিৎসক নীরজকুমার৷
advertisement
আরও পড়ুন : বর্ষবরণের পার্টির হ্যাংওভার কাটিয়ে ফেলুন এই সহজ ঘরোয়া উপায়ে
তাঁর কথায়, তথ্য বলছে টিকাকরণের গভীর প্রভাব পড়েছে ওমিক্রনের উপর৷ কোভিড-১৯-এর টিকা একটা কারণ হতে পারে যার জন্য ফুসফুসের উপর ওমিক্রন প্রভাব ফেলতে পারছে না৷ টিকা নিয়েছেন এমন ব্যক্তির ওমিক্রন হচ্ছে৷ কিন্তু তাঁদের কোনও ক্ষতি করতে পারছে না ওমিক্রন৷ কারণ এই জীবাণুর তীব্রতা দ্রুত কমে যায়৷ বলেছেন চিকিৎসক গুপ্তা৷
advertisement
বুধবার গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৪ টি নতুন কোভিড আক্রান্ত হওয়ার খবর এসেছে ভারতে৷ তার মধ্যে ওমিক্রনে আক্রান্ত ৯৬১ জন৷ এর মধ্যে দিল্লিতে ২৬৩ এবং মহারাষ্ট্রে ২৫২ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2021 2:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Omicron's effect on lungs: ওমিক্রনে কতটা ক্ষতিগ্রস্ত হবে ফুসফুস? কী বলছেন চিকিৎসকরা?