Belly Fat: ভুঁড়ির জন্য অস্বস্তিতে? তলপেটের মেদ কমানোর আয়ুর্বেদিক উপায় জেনে নিন

Last Updated:

Belly Fat: চেহারা ও ব্যক্তিত্ব, দু’ দিকেই বাধার সৃষ্টি করে পেটের বাড়তি মেদ

শরীরে মেদ জমে যে গতিতে, তার তুলনায় অনেক ধীর পথে বাড়তি ওজন কমে, বিদায় নেয় মেদ৷ বিশেষ করে পেটের মেদ থেকে মুক্তি পাওয়া অত্যন্ত দুরূহ৷ অন্যদিকে চেহারা ও ব্যক্তিত্ব, দু’ দিকেই বাধার সৃষ্টি করে পেটের বাড়তি মেদ (belly fat)৷ সমস্যা থেকে মুক্তি পেতে সমাধানের পথ বলে দিয়েছে আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর দীক্ষা ভাস্বর৷
তাঁর ইনস্টাগ্রাম পোস্টে দীক্ষা বলেছেন, তলপেটের মেদ বলে দেয়, সেই ব্যক্তি হরমোনাল সমস্যা, মেটাবলিজমের নিম্ন হার এবং দুর্বল জীবনযাপনচর্চা৷ তবে একইসঙ্গে দীক্ষা কিছু মুশকিল আসানের পথও বলেছেন (Ayurvedic tips to get rid of belly fat)৷
প্রতিদিন সূর্য নমস্কার-
advertisement
সকালে সূর্যনমস্কার যোগচর্চা আমাদের হরমোনাল ব্যালান্স ও মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে৷ শরীর যাতে যথাযথভাবে পুষ্টিগ্রহণ করতে পারে, সে বিষয়েও ভূমিকা থাকে সূর্য প্রণামের৷ মানসিক স্বাস্থ্য ও রাতে পর্যাপ্ত ঘুম নির্ধারিত হয় সূর্য নমস্কারে৷ সবমিলিয়ে শেষ অবধি পেটের মেদ নিয়ন্ত্রত হয়৷
advertisement
চিকিৎসকদের মতে, কপালভাতি যোগচর্চার ফলে দেহে রক্ত প্রবাহ ও হজমের মাত্রা যথাযথ থাকে৷ এই শরীরচর্চার ফলে পেটের মেদ ঝরে যায়৷ মহিলাদের ঋতুস্রাবের সমস্যা নিয়ন্ত্রণেও উল্লেখযোগ্য ভূমিকা আছে কপালভাতি প্রাণায়ামের৷
advertisement
সকালে ঘুম থেকে ওঠার পর খাবার খেতে হবে ৮ ঘণ্টা ধরে৷ দিনের শেষ খাবার খাওয়া হবে সূর্যাস্তের ঠিক আগে৷ সূর্যাস্তের পর কোনও খাদ্য গ্রহণ করা যাবে না৷ বড়জোড় ৮ টা অবধি এর সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে৷ তার বেশি নয়৷ অর্থাৎ রাতের খাবার খেয়ে নিতে হবে ৮ টার আগেই৷
advertisement
মেটাবলিজমের হার বৃদ্ধি করে উষ্ণ জল৷ কারণ শরীরে যে কোনও কোণায় মেদ ঝরিয়ে ফেলতে পারে জল৷ গ্যাস , পেট ফেঁপে ওঠা, অখিদের মতো সমস্যাও নিয়ন্ত্রিত হয় পর্যাপ্ত জলপানে৷
পর্যাপ্ত ঘুম-
দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম খুবই প্রয়োজন ওজন তথা পেটের মেদ নিয়ন্ত্রণ করতে৷ রাতে যত বেশি আপনি ঘুমোবেন, তত ভালভাবে মেদ নিয়ন্ত্রণ করতে পারবেন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Belly Fat: ভুঁড়ির জন্য অস্বস্তিতে? তলপেটের মেদ কমানোর আয়ুর্বেদিক উপায় জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement