Relationship Tips: সম্পর্কে মুখোশ নয়, সম্পর্কে আনন্দে থাকতে মেনে চলুন এই ৮ টি উপায়
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Healthy Relationship: সম্পর্কের সমস্যা সমাধানে দেরি করলে সম্পর্কেই প্রভাব পড়ে।
#নয়াদিল্লি: প্রতিটি সম্পর্ক আলাদা, প্রতিটি মানুষও। কিন্তু একসঙ্গে রইতে গেলে কিছু কদম এগিয়ে পিছিয়ে আসতে হয় সবক্ষেত্রেই। যে দম্পতিরা একসঙ্গে সুখে (Relationship Tips) রয়েছেন, দেখবেন তারা নিজেদের আলাদা করে যত্ন করতেও ভালোবাসেন। অন্যরা কে কী ভাবল তাকে গুরুত্ব না দিয়ে একে অপরের সঙ্গে সমস্ত বিষয় নিয়েই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন তারা।
ঝগড়া, মন কষাকষি কোন সম্পর্কেই বা না হয়! তবে ঠান্ডা মাথায়, তিক্ততা না বাড়িয়ে সেগুলির সমাধান খোঁজাটাই প্রাজ্ঞতা। যারা সুখী সম্পর্কে (Relationship Tips) রয়েছেন তারা জানেন কীভাবে সুস্থ সুন্দর আচরণ (Relationship Tips) অনেক সমস্যার মোকাবিলা করার নিরাপদতম অস্ত্র হতে পারে।
advertisement
advertisement
লেখক এবং সম্পর্ক বিশেষজ্ঞ নেড্রা গ্লোভার তওয়াব নিজের একটি ইনস্টা পোস্টে সম্পর্ককে সফল করে তোলার বিষয়ে কিছু কথা (Relationship Tips) বলেছেন৷
* আগে নিজের যত্ন নিন: আপনার সঙ্গীর উপর সম্পূর্ণরূপে আপনার ভালোবাসা এবং যত্ন নেওয়ার দায়িত্ব ফেলে দিলে কিন্তু চাপ বেড়ে যাবে। নিজেই নিজের যত্ন নিন।
* নিজে যেমন, তেমনটাই তুলে ধরুন: সম্পর্কে মুখোশ পরে রইবেন না। আপনার আসল দিকটি না দেখালে তা পরবর্তীতে বিষয়গুলিকে জটিল করে তুলতে পারে। সফল সম্পর্কের ক্ষেত্রে আপনি যেমন, তার অতিরিক্ত কিছু করে নিজেকে মেলে ধরবেন না।
advertisement
* কিছুতে বিরক্ত হলে সঙ্গীকে বলুন: সম্পর্ক বাঁচাতে, আমরা এমন আচরণ এবং জিনিস সহ্য করি যা আখেরে সম্পর্কের ক্ষতি করে। সরাসরি কথা বলুন নিজেদের মধ্যে।
* নিজেদের প্রত্যাশার কথা জানান: মানুষ মাঝে মাঝে সম্পর্কের বাইরে তারা কী প্রত্যাশা করে তা অন্যদের বলতে ভয় পায়। সুখী সম্পর্কে থাকতে হলে কখনই এই ভুল করবেন না।
advertisement
* অবিলম্বে সমস্যাগুলি নিয়ে সরাসরি কথা বলুন: সম্পর্কের সমস্যা সমাধানে দেরি করলে সম্পর্কেই প্রভাব পড়ে।
* একজন ব্যক্তির সম্পূর্ণটা দেখুন শুধুমাত্র ভালোটা নয়: আপনি যদি আপনার সঙ্গীর অন্ধকার দিকগুলিকেও গ্রহণ না করেন, আপনি কখনই পুরোপুরি প্রেমে পড়বেন না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 5:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: সম্পর্কে মুখোশ নয়, সম্পর্কে আনন্দে থাকতে মেনে চলুন এই ৮ টি উপায়