History of Teddy Day: কার নাম অনুসারে পালিত টেডি ডে? কোন রঙের ভাল্লুকেরই বা কী অর্থ! দেখে নিন এক ঝলকে
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Happy Teddy Day 2022: লাল টেডি আবেগ এবং ভালোবাসার প্রতীক।
#নয়াদিল্লি: ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। ভালোবাসার উৎসব হিসেবে পরিচিত ভ্যালেন্টাইনস উইক এসে পড়েছে এবং সপ্তাহের চতুর্থ দিনটিই হল টেডি ডে। টেডি বিয়ার উপহার (Happy Teddy Bear day) দেওয়ার পিছনে মূল কারণটি হল প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা। আপনি দূরে রইলেন না হয়, আপনার পাঠানো নরম টেডিকে (History of Teddy Day) জড়িয়ে ধরতে পারবেন আপনার সঙ্গী।
টেডি ডে কবে পালিত হয়?
প্রতি বছর ১০ ফেব্রুয়ারি সারা বিশ্বে টেডি ডে পালিত হয়।
advertisement
টেডি দিবসের ইতিহাস
টেডি বিয়ার সবচেয়ে সুন্দর উপহারগুলির মধ্যে একটি। দুইজনের প্রেমের সম্পর্কের প্রতীক হিসেবেই নরম টেডি বিয়ার উপহার দেওয়ার মাধ্যমে উদযাপন করা হয় দিনটি। টেডি (History of Teddy Day) নামের পেছনে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর ‘টেডি রুজভেল্ট। একবার তাঁর সঙ্গীরা একটি ভাল্লুককে পাকড়াও করলেও রুজভেল্ট সেই ভালুককে গুলি করতে রাজি হননি। নিউ ইয়র্কের ব্রুকলিনের ক্যান্ডি স্টোরের মালিক মরিস মিকটম এই ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে তৎকালীন রাষ্ট্রপতিকে একটি খেলনা ভাল্লুক উৎসর্গ করেন এবং এর নাম দেন টেডি বিয়ার (History of Teddy Day)।
advertisement
প্রতিটি রঙের টেডি বিয়ারের তাৎপর্য দেখে নিন
লাল টেডি আবেগ এবং ভালোবাসার প্রতীক। পারস্পরিক সংযোগের মানসিক তীব্রতা বাড়ানোর জন্যই এই উপহার।

গোলাপি টেডি মানে আপনার সঙ্গে আপনার প্রস্তাবে সম্মত। গোলাপি টেডি মানেই তিনি আপনাকে ভালবাসেন।
advertisement

নীল টেডি গভীরতা, শক্তি, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতির প্রতীক। নীল টেডি উপহার দিলে বুঝবেন আপনার প্রিয়জন ও আপনার ভালোবাসা সত্যিই শক্তিশালী এবং আপনারা এই সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

সবুজ টেডি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে গভীর সংযোগ এবং তার জন্য অপেক্ষা করার বাসনার প্রতীক।
advertisement

কমলা টেডি বিয়ার আনন্দ, আশা এবং আলোর প্রতীক।

প্রিয় মানুষের মন জয় করতে, তাঁকে তাঁর প্রিয় রঙের টেডি বিয়ার উপহার দিন। বিশেষ দিনটি কাটান নিজের বিশেষ মানুষের সঙ্গেই।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 4:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
History of Teddy Day: কার নাম অনুসারে পালিত টেডি ডে? কোন রঙের ভাল্লুকেরই বা কী অর্থ! দেখে নিন এক ঝলকে