Traditional Durga Puja: নবমীতে পুজোর ভোগে পোলাও-ইলিশমাছ! দশমীতে পান্তাভাত-কচুরশাক! এই সাবেক পুজোর ভোগ নজরকাড়া

Last Updated:

Traditional Durga Puja: নিজের হাতে প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজসজ্জা, নবমীতে দেওয়া হয় রাজসিক ভোগ, সঙ্গে থাকে ইলিশ মাছ।

+
মা

মা দুর্গাকে সাজ পড়াচ্ছেন যুবক 

আসানসোল, রিন্টু পাঁজা : কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ অনেকেই পছন্দ করে থাকেন আর সেই মাছ যদি ইলিশ হয় তাহলে জমে যায় বিষয়টা। বর্ষাকাল পড়লেই অনেকে এই ইলিশ মাছের স্বাদ নিতে বিভিন্ন জায়গায় ছুটে যান। কোথাও কোথাও আবার এই ইলিশকে নিয়ে ইলিশ উৎসবও হয়ে থাকে। তবে আপনি কি জানেন এই ইলিশ মাছ দিয়ে আসানসোলের কোথায় মা দুর্গাকে ভোগ নিবেদন করা হয়?
ইচ্ছা ছিল নিজের হাতে প্রতিমা তৈরি করে বাড়িতে পুজো করার। যেমন ইচ্ছা ঠিক তেমনই কাজ। দীর্ঘ কয়েক বছর ধরে নিজের হাতেই প্রতিমা তৈরি করে পুজো করা হচ্ছে বাড়িতে। এমনকি মা দুর্গার সাজও নিজের হাতে তৈরি করেন এক যুবক।
আসানসোলের বাড়ির এই পুজোতে মা দুর্গাকে ইলিশ মাছ দিয়ে ভোগ নিবেদনও করা হয়। এই দুর্গাপুজো দেখতে রীতিমতো ভিড় জমে এই বাড়িতে। বাড়ির সদস্য ও শিল্পী অভ্র সেনগুপ্ত বলেন ‘‘আমাদের এই বাড়ির পুজোটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। এখানে ষোড়শ উপাচারে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়। পুজোর এই কয়েকটা দিন আমরা পরিবারের সকলে মিলিত হই। বাইরের আত্মীয়স্বজন আসেন এবং বিদেশে থাকা আমার বন্ধুরাও ওই পুজোতে শামিল হন”। আসানসোল সেনরেলে ই-ব্লকের বাসিন্দা অভ্র সেনগুপ্ত। তাঁর পিতা ও ঠাকুরদার সুনাম আছে এলাকাতে। অভ্র নিজে পেশায় একজন মেকআপ আর্টিস্ট ও ছবি আঁকতে ভালবাসেন। তাই তুলির সঙ্গেই চলে সময়যাপন ।
advertisement
advertisement
আজ থেকে কয়েক বছর আগে অভ্রর ইচ্ছা হয়েছিল বাড়িতে প্রতিমা তৈরি করে পুজো করার। তাই অভ্র নিজের হাতেই প্রতিমা তৈরি থেকে শুরু করে মায়ের সাজসজ্জা এবং পটচিত্র, সব নিজের হাতেই তৈরি শুরু করেন। সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাঁর বন্ধু, ছোট্ট ভাই বোনেরা।
অক্ষয় তৃতীয়ায় হয়ে যায় মায়ের কাঠামো পুজো। এখানে মা দুর্গার সাবেকিয়ানা ধাঁচে প্রতিমা তৈরি করা হয়। চার দিনই ভোগে থাকে বিশেষত্ব। সপ্তমীতে খিচুড়ি, সাত রকম তরকারি, সাত রকম ভাজা, পরমান্ন, মিষ্টান্ন। অষ্টমীতে পোলাওয়ের সঙ্গে পনিরের বিভিন্ন তরকারি, পরমান্ন ও মিষ্টান্ন থাকে।
advertisement
আরও পড়ুন : থেকেছিলেন লর্ড ক্যানিং! সাবেকিয়ানায় ডুব দিতে আপনিও ছোট্ট ছুটিতে আসুন চা বাগানের কোলে এই ব্রিটিশ বাংলোয়
নবমীতে হয় রাজসিক ভোগ। যেমন অন্নভোগের সঙ্গে পোলাও ও ইলিশ মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয়। দশমীতে দেওয়া হয় নবমীর রাত্রে তৈরি করে রাখা পান্তা ভাত, কচুর শাক, বিভিন্ন রকম ভাজা। পাশাপাশি প্রতিমা দর্শনে আগত দর্শনার্থীদের হাতে দেওয়া হয় বাড়ির তৈরি স্পেশাল নাড়ু। তাই দুর্গাপুজোয় আপনাকে একটি বার হলেও আসতে হবে এই সেনগুপ্ত বাড়ির পুজোয়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: নবমীতে পুজোর ভোগে পোলাও-ইলিশমাছ! দশমীতে পান্তাভাত-কচুরশাক! এই সাবেক পুজোর ভোগ নজরকাড়া
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement