Care of your Eyeglasses : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?

Last Updated:

Care of your Eyeglasses : চশমা শুধু কেতাদুরস্ত উপকরণ নয় ৷ অত্যাবশ্যকীয় জিনিসও বটে৷ আসুম, জেনে নিই অতিপ্রয়োজনীয় এই জিনিসের যত্ন কী করে নেবেন ৷

Care of your Eyeglasses
Care of your Eyeglasses
যাঁরা নিয়মিত চশমা পরেন, তাঁরা কার্যত এটি ছাড়া চলৎশক্তিহীন ৷ তাঁদের কাছে চশমা শুধু কেতাদুরস্ত উপকরণ নয় ৷ অত্যাবশ্যকীয় জিনিসও বটে৷ আসুন, জেনে নিই অতিপ্রয়োজনীয় এই জিনিসের যত্ন কী করে নেবেন ৷
# চশমা যখনই খুলবেন তখনই তা মুছে নির্দিষ্ট বাক্সে রাখবেন ৷ যেখানে সেখানে চশমা খুলে রাখবেন না ৷
# চশমা মোছার জন্য যে কাপড় দেওয়া হয় দোকান থেকে, সেটিই ব্যবহার করবেন ৷ নয়তো, পাতলা সুতির কাপড় দিয়ে মুছে পারেন ৷ ব্যবহার করতে পারেন গেঞ্জির কাপড়ও ৷
advertisement
# ঘাম, তেল ও জলে চশমার খুব ক্ষতি হয় ৷ চশমা পরে রান্না করলে রান্নার পরে নরম কাপড় ভিজিয়ে লেন্স ও ফ্রেম মুছে নিন ৷ তার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন আবার ৷
advertisement
আরও পড়ুন : ডিমের কুসুম খেলে হৃদরোগ হয়? বেড়ে যায় কোলেস্টেরল?
# অনেকেই রাস্তাঘাটে পোশাকের অংশ, দুপাট্টা, শাড়ির আঁচল দিয়ে চশমা মুছে নেন ৷ এই অভ্যাস সবার আগে ছাড়তে হবে ৷
# কেতা দেখিয়ে চশমা বুকপকেটে গুজবেন না ৷ মাথাতেও চড়াবেন না ৷ এতে দাগ পড়ে যাবে ৷ যতই স্ক্র্যাচপ্রুফ ফাইবার হোক না কেন, দাগ কিন্তু সম্পূর্ণ এড়ানো যাবে না ৷
advertisement
# চশমা যখন পরবেন ও খুলবেন সব সময় দু’ হাতই ব্যবহার করবেন ৷ এক হাতে চশমা পরা ও খোলার অভ্যাসে চশমার ক্ষতি হয় ৷
আরও পড়ুন : এই কারণের জন্য বর্ষার লোভনীয় গোলাপি পেয়ারা ক্রমেই হারিয়ে যাচ্ছে
# চশমা পরে ঘুমিয়ে পরবেন না একদমই৷ যতই ঘুম পাক, চশমা খুলে, মুছে বাক্সে রেখে তবেই ঘুমতো যাবেন ৷
advertisement
# সারা দিনে অন্তত এক বার চশমা ভাল করে মুছে রাখবেন ৷ টেবিলে বা সমতলে চশমা রেখে পরীক্ষা করে নিন এর দু’টো ডাঁটি সমানভাবে তল স্পর্শ করছে কিনা ৷ একটা উঁচু অন্যটা নিচু হলে চশমা ও আপনার চোখ দু’য়েরই সমূহ বিপদ ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Care of your Eyeglasses : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement