Christmas Party : ঘরোয়া ক্রিসমাস পার্টিতে কীভাবে সাজাবেন টেবিল? রইল সহজেই কিস্তিমাতের টিপস

Last Updated:

টেবিলসজ্জার উপর নির্ভর করছে ডিনারের মজা এবং হুল্লোড়ও৷ টেবিল সাজানোর জন্য রইল কিছু টিপস (tips for table décor)

বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করলে সবথেকে মজা খুদেদের৷ বড়দিনের আনন্দ জমিয়ে তুলতে ঘরোয়া পার্টির (Christmas Party ) কথা ভাবতেই পারেন৷ উদযাপনের অন্যতম অঙ্গ সান্তাক্লজ এবং ক্রিসমাস ট্রি৷ এই দু’টি জিনিস সাজানোর পাশাপাশি টেবিলের কথাও ভুলবেন না৷ টেবিলসজ্জার উপর নির্ভর করছে ডিনারের মজা এবং হুল্লোড়ও৷ টেবিল সাজানোর জন্য রইল কিছু টিপস (tips for table décor)-
পার্সোনাল টাচ-
আপনার ব্যক্তিত্ব ও স্বকীয়তা প্রকাশ করার অন্যতম জায়গা টেবিল৷ টেবিল ম্যাট্রেস, কোস্টার রাখুন দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়ে৷ বাচ্চাদের জন্য পার্টি হলে রাখুন আনব্রেকেবল বাসনপত্র৷ অভিনব আইডিয়া হিসেবে গ্লাসের গায়ে ঝুলিয়ে রাখুন ট্যাগ৷ সেখানে বাচ্চাদের নাম লিখে রাখুন৷ তাহলে সফ্ট ড্রিঙ্ক বা জল পান করার সময় গ্লাস বাচ্চাদের মধ্যে পাল্টাপাল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না৷
advertisement
advertisement
বাড়ির ভিতরে প্রকৃতিকে আনার সেরা ও সহজ উপায় হল ইন্ডোর প্ল্যান্ট৷ দরকার হলে বাগান থেকেও ছোট থেকে মাঝারি মাপের টব আনতে পারেন ভিতরে৷ ডাইনিং টেবিলের পাশে তৈরি করুন পশুশালায় সদ্যোজাত যিশুর সেই পরিচিত দৃশ্য, যা পরিচিত ‘নেটিভিটি সিন’ নামে৷ যত সম্ভব প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন নেটিভিটি দৃশ্য নির্মাণে৷
advertisement
অন্যান্য পার্টির তুলনায় বড়দিনের পার্টির টেবিল সজ্জা আলাদা হবে৷ ছুটির আমেজ মেনে সেখানে রাখুন ভেলভেট বো ন্যাপকিন টাই, ক্যান্ডি স্ট্রাইপড ফেস্টিভ ব্যাগ এবং লাল রিবনে বাঁধা উপহার৷ ক্রিসমাস পার্টির অন্যতম অঙ্গ উপহার৷ যত সামান্যই হোক না কেন, উপহারের আনন্দ ছুঁয়ে যাবে আপনার অতিথিদের৷
advertisement
আলোকসজ্জা পাল্টালেই ঘরের রূপ নতুন চেহারা পায়৷ বড়দিনের পার্টি উপলক্ষে টেবিলে ব্যবহার করুন উজ্জ্বল মোমবাতি বা বাহারি লণ্ঠন৷ বিভিন্ন মাপের উজ্জ্বল টেবিল ক্যান্ডল রাখুন উৎসবের মেজাজ আনতে৷ শীতের মরশুমি রংবাহারি ফুল সাজিয়ে রাখুন বড় সাদা ফুলদানিতে৷ তাহলে আলোকসজ্জা আরও ফুটে উঠবে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Christmas Party : ঘরোয়া ক্রিসমাস পার্টিতে কীভাবে সাজাবেন টেবিল? রইল সহজেই কিস্তিমাতের টিপস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement