Tasty natural drinks : কোল্ডড্রিঙ্ক নয়, স্বাস্থ্য ও স্বাদ একসঙ্গে পেতে চুমুক দিন এই প্রাকৃতিক পানীয়গুলিতে

Last Updated:

স্বাস্থ্যকর এই পানীয় শরীরে শর্করার মাত্রা বেড়ে যায় না (Tasty natural drinks which will boost your energy )

গরম বা ঠান্ডা, চারপাশে যে মরসুমই বিরাজ করুক না কেন, কোল্ড ড্রিঙ্কের চাহিদা থাকে বছরভরই৷ পুষ্টিবিদ লভনীত বাত্রা অবশ্য কৃত্রিম এই পানীয়র বিরোধী৷ তিনি মনে করেন কর্মচঞ্চল ও প্রাণবন্ত থাকবার জন্য ভরসা করতে হবে প্রাকৃতিক উপাদানের উপরই৷ কারণ স্বাস্থ্যকর এই পানীয় শরীরে শর্করার মাত্রা বেড়ে যায় না (Tasty natural drinks which will boost your energy )৷ তাঁর অনুগামীদের প্রাকৃতিক পানীয়র প্রতি আকৃষ্ট করতে চেয়ে একটি পোস্ট করেছেন নবনীত৷ ইনস্টাগ্রামে তিনি পাঁচটি প্রাকৃতিক পানীয়র কথা বলেছেন৷ জেনে নিই সেগুলির কথা-
নারকেলের জল-
নারকেলের জল প্রাকৃতিক পানীয়ের মধ্যে স্বাস্থ্যকরতম৷ শারীরিক পরিশ্রম হোক বা নিছক তেষ্টা নিবৃত্তি-নারকেলের জল তুলনাহীন৷ ৯৫ শতাংশ দল হলেও এই পানীয়ে আছে পটাশিয়াম-সহ প্রয়োজনীয় খনিজ৷
advertisement
ফার্মেন্টেড টি বা মজিয়ে তোলা চা কোম্বুচা-এ আছে ভিটামিন বি, গ্লুকুরনিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ প্রচুর পলিফেনল৷ প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ও অ্যাসেটিক অ্যাসিডের দৌলতে এই পানীয় এনার্জি লেভেল বাড়িয়ে তোলে৷
advertisement
টকমিষ্টি স্বাদের সঙ্গে রিফ্রেশিং অনুভূতি পেতে চাইলে জলজিরাই সেরা পছন্দ৷ মুহূর্তের মধ্যে এনার্জি বাড়িয়ে তোলে এই পানীয়৷ ভারতে অত্যন্ত জনপ্রিয় এই পানীয় হজমে সহায়ক৷ তলপেটের পেশিগুলিতে টান ধরে যে ব্যথা হয়, তার হাত থেকেও আরাম দেয় জলজিরা৷
advertisement
আখের রসে আছে আয়রন, প্রোটিন, পটাশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান৷ ফলে আখের রস হয়ে উঠেছে আদর্শ এনার্জি ড্রিঙ্ক৷ ডিহাইড্রেশন এবং ক্লান্তি দূর করে শরীরে ফ্লুইডের ভারসাম্য রক্ষা করে আখের রস৷
ছাতুর সরবত-
advertisement
ছাতুকে বলা হয় ‘দরিদ্র মানুষের প্রোটিনের উৎস’৷ আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজে ভরা ছাতুতে সোডিয়াম কম আছে৷ ছাতুর সরবতে চট করে এনার্জি পাওয়া যায়৷ একই সঙ্গে শরীরকে সুশীতল অনুভূতি দেয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tasty natural drinks : কোল্ডড্রিঙ্ক নয়, স্বাস্থ্য ও স্বাদ একসঙ্গে পেতে চুমুক দিন এই প্রাকৃতিক পানীয়গুলিতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement