#নয়াদিল্লি: আমাদের দেশে এতটাই গরম যে হাজার সানস্ক্রিন লাগালেও রোদে পোড়া দাগ থেকে রক্ষা পাওয়া যায় না। তাই বাইরে বেরোলে ট্যানিং হতে বাধ্য। সেই কারণেই গরম পড়লে আমাদের কিছু ঘরোয়া টোটকার সাহায্য নিতে হয়। রইল সেরকমই কিছু সহজ টোটকার সন্ধান।
লেবুর রস, গোলাপজল এবং শসার রসের মিশ্রণ ফেসপ্যাক হিসেবে মুখে লাগাতে হবে। লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড যা ট্যান দূর করতে সাহায্য করে; শসা এবং গোলাপ জল ত্বক ঠাণ্ডা রাখে।
মধু এবং লেবুর রস একত্রে মিশিয়ে যেখানে ট্যান হয়েছে সেখানে লাগাতে হবে।
আরও পড়ুন - Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়াতে ‘এই’ জিনিসগুলি দান করুন, কাটবে বাধা, উজ্জ্বল হবে ভবিষ্যত
কাঁচা দুধ, হলুদ এবং লেবুর রসের মিশ্রণ ত্বকে লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ওটস এবং বাটারমিল্কের মিশ্রণ ট্যান হওয়া জায়গায় ঘষতে হবে কারণ ওটস ত্বক এক্সফোলিয়েট করে মৃত কোষ সরিয়ে দেয়।
খানিকটা বেসন, চুনের রস এবং খানিকটা দই একসঙ্গে মিশিয়ে নিয়মিত আক্রান্ত স্থানে লাগালে ট্যানিংয়ের বিরুদ্ধে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
তাজা লেবুর রস লাগিয়ে কনুই, হাঁটু বা কালো দাগযুক্ত জায়গায় কমপক্ষে ১৫ মিনিটের জন্য রেখে দিলে তা ট্যান দূর করে।
আরও পড়ুন - Beautiful Skin: এই গরমে পার্লার যাওয়াও ঝক্কির, ঘরোয়া টোটকায় মুখ থেকে গা, করুন বাজিমাত
হাত এবং মুখে নারকেল জলের নিয়মিত ব্যবহার ত্বক কোমল করে তোলার পাশাপাশি ট্যান থেকেও মুক্তি দেয়।
অ্যালোভেরা জেল ট্যান দূর করে। প্রতিদিন আক্রান্ত স্থানে লাগালে এটি এক সপ্তাহের মধ্যে কালো দাগ হালকা হয়ে যায়।
গুঁড়ো দুধ, লেবুর রস, মধু এবং বাদাম তেলের সমান অংশ দিয়ে একটি ক্রিম বানিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। এটি ট্যান হালকা করবে। সেরা ফলাফলের জন্য এটি প্রতিদিন তিনবার ব্যবহার করা যায়।
হলুদ গুঁড়ো এবং চুনের রস দিয়ে তৈরি পেস্ট সপ্তাহে তিনবার ব্যবহার করা যায়।
আমন্ড বাদাম সারারাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে ভালো করে পিষে তাতে সমান পরিমাণে দুধের ক্রিম দিয়ে ট্যান হওয়া জায়গায় লাগাতে হবে।
ওটমিল, দই, কয়েক ফোঁটা চুন এবং টম্যাটোর রসের পেস্ট লাগিয়ে আধ ঘণ্টা পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
পেঁপের পাল্প নিয়ে সান ট্যানড জায়গায় মাসাজ করলে ট্যান দূর হবে।
মুলতান মাটির সঙ্গে করলার রস মিশিয়ে সারা মুখে লাগালে তা অনেকটাই ট্যান কমাতে সাহায্য করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।