#কলকাতা: অক্ষয় তৃতীয় প্রতি বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে হয়৷ এই বছর অক্ষয় তৃতীয় (Akshaya Tritiya) পড়েছে ৩ মে৷ অক্ষয় তৃতীয়ার অর্থ হল এই তৃতীয়া তিথি যার ক্ষয় নেই৷ অর্থাৎ এই দিনে যে পুণ্য, ফল, ধন এই সব যা প্রাপ্ত হয় তার কোনও শেষ হয় না৷ এই দিনে আপনি যা অর্জন করবেন তা কখনও শেষ হবে না৷ তা অক্ষয় থেকে যাবে৷ তার কোনও হ্রাস হয় না৷ কাশীর জ্যোতিষাচার্য চক্রপাণি ভট্ট জানেন যে অক্ষয় তৃতীয়াতে সোনা ও রুপো কেনার গুরুত্ব ও শুভ সময়ের জন্য৷ ৷ তবে শুধু নিজের শ্রীবৃদ্ধির জন্য সোনা বা রুপোর কেনাকাটার পাশাপাশি সুন্দর দিন ও শুভ সময়ের জন্য পরিবারের ভালর জন্য দান করুন এই অক্ষয় তৃতীয়ার দিনে৷ তবে কি কি দান করতে হবে তা জেনে নিন l
অক্ষয় তৃতীয়াতে সোনা ও রুপোর কেনাকাটা
অক্ষয় তৃতীয়ার বিশেষ ধার্মিক গুরুত্ব রয়েছে৷ এই তিথিতে ব্রহ্মদেবের পুত্র অক্ষয় কুমারের উদ্ভব হয়েছিল৷ এই তিথিতে গঙ্গা অবতরণ করেছিলেন৷ এই দিনে পরশুরাম জয়ন্তীও পালন হয়৷ এই ভগবান বিষ্ণুর পুজো করা হয়৷ যিনি সুখ সমৃদ্ধি প্রদান করেন৷ অক্ষয় তৃতীয়ায় কেনা সোনা, গয়না, রুপো, সব অক্ষয় হয়ে থাকে সংসারে৷ মা লক্ষ্মীর কৃপায় ধণ স্থির হয়৷ তা কখনই কমে যায় না৷ বরং আপনাআপনিই বৃদ্ধি হতে থাকে৷ অনেকে আবার এই দিনেই গাড়ি, বাড়ি, সম্পত্তিও কেনেন৷ যাতে সব সম্পত্তিতেই বিপুল বৃদ্ধি হয়৷
অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার মুহূর্ত
অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে দিন কোনও মুহূর্ত বা সময় বিচার না করেই কেনাকাটা করতে পারেন৷ সারাদিনেই ভাল কাজ করতে পারেন৷ মাঙ্গলিক কাজ করার জন্য সারা দিনই শুভ৷ সোনা, রুপো, বাড়ি, অন্য প্রপার্টি কেনাকাটা করতে পারেন৷ Disclaimer: এই প্রতিবেদনে লেখা তথ্য সামান্য মান্যতার ভিত্তিতে লেখা৷ এই কোনও পুষ্টি নিউজ ১৮ বাংলা করে না৷ এই বিষয়ের বিস্তারিত জানতে এই বিষয়ের বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিন৷