Snake: কীভাবে বুঝবেন কোন সাপ নির্বিষ? কোনটা-ই বা বিষধর? রইল সাপ চেনার টিপস
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
সাপে কামড়ানোর পর প্রথমেই বিচার করতে হবে সাপটি বিষাক্ত না বিষহীন! সাধারণত বিষধর সাপ দংশন করলে মাত্র দু'টি দাঁত ফুটিয়ে পালিয়ে যায়। ওইটুকুতেই বিষ ছড়িয়ে পড়ে
সর্পদংশন নিয়ে বেশির ভাগ মানুষই আতঙ্কে থাকেন। বেশিরভাগ প্রজাতির সাপই বিষহীন। আবার এমন কিছু সাপও রয়েছে যারা মারাত্মক বিষধর। তাই সতর্ক থাকা সব সময় জরুরি।
সর্পদংশন হলেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। এমনকী এমনও দেখা যায়, নির্বিষ সাপের কামড়ে আতঙ্কগ্রস্ত হয়ে হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছে।
আসলে সাপ একটি নির্বিবাদী প্রাণী। তবে আত্মরক্ষার জন্য প্রকৃতি তাকে দিয়েছে দংশন ক্ষমতা। কোনও কোনও সাপের বিষ মারাত্মক। সাধারণত সাপ নিজে আতঙ্কিত না হলে কাউকে কামড়ায় না।
advertisement
সাপের চেহারা দেখে চেনা যেতে পারে, সেটি কোন জাতের। তবে মানুষ এত ভয় পেয়ে যায়, যে সেদিকে তাকানোর মতো সময় থাকে না।
advertisement
কোনও ব্যক্তি সর্পদষ্ট হলে কোন সাপ তাঁকে দংশন করেছে তা জানা খুব কঠিন হয়ে পড়ে। কারণ সাপ খুবই চঞ্চল প্রকৃতির। দংশন করার পর ভয়ে সেও খুব শীঘ্র ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে চায়। তাই, নিজের নিজের কোনও চিকিৎসা করার চেষ্টা না করে সঙ্গে সঙ্গে সর্পদষ্টকে নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হবে।
advertisement
কিন্তু মনে রাখতে হবে প্রতিটি প্রজাতির সাপের দেহের গঠন আলাদা। এক প্রজাতির সাপের অন্য প্রজাতির সাপের চেয়ে ভিন্ন। তাদের মাথা থেকে লেজ পর্যন্ত একে অপরের থেকে আলাদা হয়। এমনকী এদের মলমূত্রের রঙ পর্যন্ত ভিন্ন হতে পারে।
সর্পদষ্ট হলে প্রথমেই বিচার করতে হবে সাপটি বিষাক্ত না বিষহীন! সাধারণত কোনও বিষধর দংশন করলে সে মাত্র দু’টি দাঁত ফুটিয়ে পালিয়ে যায়। ওইটুকুতেই বিষ ছড়িয়ে পড়ে। পরে শরীরের ওই অংশটি কালো হয়ে যায়। কিন্তু নির্বিষ সাপ কামড়ালে তিন বা ততোধিকবার দংশন করতে পারে।
advertisement
ইন্ডিয়ান কোবরা বা গোখরো, কেউটেরা প্রধান বিষধর। তিনটি রঙে এই কোবরা পাওয়া যায়। বাদামি রঙের হতে পারে, আবার গাঢ় কফি রঙেরও হতে পারে। বয়সের উপর নির্ভর করে, এই প্রজাতির সাপ ২০ ইঞ্চি থেকে ৮-৯ ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের লেজে ছোট কাঁটা থাকে। এতেও বিষ থাকে। ঘাড় এবং লেজের আকার প্রায় সমান্তরাল হলেও লেজের অংশ একটু পাতলা দেখায়।
advertisement
সবচেয়ে বিষাক্ত সাপগুলির একটি হল ব্লাড কেজ স্নেক। এগুলি দৈর্ঘ্যে খুব ছোট— তিন থেকে চার ফুটেরও কম হতে পারে। মুখের অংশ অনেক বড় হয়ে থাকে। এরা ঘাড় থেকে লেজ পর্যন্ত কিছুটা সরু। সারা শরীরে চাকা চাকা দাগ থাকে। এই সাপ খুবই বিষাক্ত। সাদা ডোরাকাটা শরীরের আকৃতি সঙ্গে গাঢ় বাদামি রঙের হতে পারে। খুবই পাতলা আকারের হয়। কোবরার থেকে তিনগুণ বেশি বিষাক্ত হতে পারে গার্টর। চকচকে কালো শরীরে হলুদ রেখা দেখা যায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 7:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Snake: কীভাবে বুঝবেন কোন সাপ নির্বিষ? কোনটা-ই বা বিষধর? রইল সাপ চেনার টিপস

