Fashion Tips: নিজের পাতলা বেতস চেহারা নিয়ে বিব্রত? ফ্যাশনেবল থাকতে মেনে চলুন এই স্টাইলিং টিপস!
Last Updated:
Skinny Girls Fashion Tips: পোশাক নির্বাচনের ক্ষেত্রে এবার থেকে একটু সচেতন থাকতে হবে।
#নয়াদিল্লি: রোগা বলে কোনও পোশাকই মানায় না! এরকম অস্বস্তিকর মন্তব্য অনেকেই শুনে থাকেন যাঁরা বেতস চেহারার (Skinny Girls Fashion Tips) অধিকারী হন। এতে লজ্জা পাওয়ার বা বিব্রত হওয়ার কোনও দরকার নেই। এক এক জনের শারীরিক গঠন এক এক রকমের হয়। এটাই স্বাভাবিক। তবে পোশাক নির্বাচনের (Fashion Tips) ক্ষেত্রে এবার থেকে একটু সচেতন থাকতে হবে। রইল সেরকমই কিছু প্রয়োজনীয় স্টাইলিং টিপস (Fashion Tips)।
বেছে নিতে হবে উজ্জ্বল রঙ
কালো রঙ মোটামুটি সব মহিলারাই পছন্দ করেন। কিন্তু যাঁরা রোগা-পাতলা (Fashion Tips) তাঁদের এরকম ঘন রঙ পরলে আরও রোগা দেখাবে। তার চেয়ে ভালো হয় অন্য কোনও উজ্জ্বল রঙ বেছে নিলে, এতে খুব একটা রোগা দেখাবে না।
advertisement
advertisement
বডি ফিটিং পোশাক এড়িয়ে চলা দরকার
এটা কেন বলা হচ্ছে আশা করি বুঝিয়ে বলার দরকার নেই। বডিকন পরলে শারীরিক আকার আরও স্পষ্ট করে বোঝা যাবে এবং চেহারার পাতলা অবয়ব ফুটে উঠবে। তাই এই জাতীয় পোশাক এড়িয়ে চলাই ভালো।
সঠিক ফ্যাব্রিক বেছে নিতে হবে
রেডিমেড হোক বা কাপড় কিনে পোশাক তৈরি হোক, পোশাকের ফ্যাব্রিক বাছার সময় সচেতন থাকতে হবে। কারণ অনেক সময় ফ্যাব্রিক ভুল নির্বাচন হলে আরও রোগা দেখাতে পারে। যাঁরা পাতলা চেহারার তাঁদের সব সময় একটু মোটা ফ্যাব্রিক (Fashion Tips) বেছে নেওয়া ভালো। এতে শরীরের কার্ভস বোঝা গেলেও বেশি রোগা বলে মনে হবে না।
advertisement
উল্লম্ব বা ভারটিকাল স্ট্রাইপ এড়িয়ে চলতে হবে
যদি স্ট্রাইপ দেওয়া পোশাক পরতে ইচ্ছে হয় তাহলে উল্লম্ব স্ট্রাইপ রোগা মানুষদের এড়িয়ে চলাই ভালো। কারণ উল্লম্ব স্ট্রাইপ দেখলে ভিজুয়াল ইলিউশন হবে এবং যিনি এটা পরবেন তাঁকে আরও রোগা দেখাবে। তবে স্ট্রাইপ একান্ত পছন্দ হলে আনুভূমিক বা হরাইজনটাল স্ট্রাইপ পরা যেতে পারে।
advertisement
লেয়ার দেওয়া পোশাক
লেয়ার বা স্তর দেওয়া পোশাক পরলেও কম রোগা দেখায়। সালওয়ারের উপর শ্রাগ বা টি শার্টের উপর লম্বা হাতা শার্ট পরা যায়।
স্কিনি জিনস এড়িয়ে চলতে হবে
পা সরু হলে স্কিনি জিনস নয়, পরতে হবে স্ট্রেইট কাট, ছড়ানো বা বুট কাট জিনস।
ছড়ানো সিলুয়েট
বক্সির বদলে ছড়ানো সিলুয়েট রোগাদের জন্য আদর্শ। যেমন পেনসিল স্কার্টের বদলে ছড়ানো মিডি স্কার্ট এঁদের বেশি মানাবে।
advertisement
প্রিন্ট করা পোশাক
খুব ঘন বা জংলা প্রিন্ট এবং ঘন প্যাটার্ন আঁকা টপ পরলে অনেক কম রোগা দেখায়। এছাড়া যাঁরা দেখছেন তাঁদের জন্য একটি বিভ্রম তৈরি করতে র্যাপড নেকলাইন, রাফলস, নট দেওয়া পোশাক এগুলোও পরা যেতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2022 9:36 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fashion Tips: নিজের পাতলা বেতস চেহারা নিয়ে বিব্রত? ফ্যাশনেবল থাকতে মেনে চলুন এই স্টাইলিং টিপস!