World Day Against Cyber Censorship 2022: আজ সাইবার সেন্সরশিপ বিরোধী দিবস, জানেন কি ফেসবুক, ট্যুইটার এমনকী গুগলও নিষিদ্ধ এই দেশগুলিতে!

Last Updated:

Internet Censorship: ১২ মার্চ বিশ্ব জুড়ে পালিত হয় সাইবার সেন্সরশিপ বিরোধী দিবস।

#নয়াদিল্লি: বিশ্বকে নিমেষে আঙুলের ডগায় এনে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। খবর হোক, শিক্ষা বা বিনোদন, বিশ্বব্যাপী বিবিধ তথ্য ঘাঁটার সুযোগ রয়েছে মানুষের হাতে। তবে সব মানুষের নয়, এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে ইন্টারনেট পরিষেবা মারাত্মকভাবে সীমাবদ্ধ (Internet Restriction)। এই বিধিনিষেধগুলি (internet censorship) সামাজিক হতে পারে, যেমন পর্নোগ্রাফির বিরুদ্ধে, বা রাজনৈতিক। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাক স্বাধীনতায় নিষেধাজ্ঞা৷ এর প্রাসঙ্গিকতম উদাহরণ হল রাশিয়া ইউক্রেন আক্রমণের পরে ফেসবুক এবং প্রধান বিদেশি সংবাদমাধ্যমগুলিকে ব্লক (No Freedom Of Speech) করে দিয়েছে। ১২ মার্চ বিশ্ব জুড়ে পালিত হয় সাইবার সেন্সরশিপ বিরোধী দিবস (World Day Against Cyber Censorship 2022)। এই ধরনের সরকারি সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলতে এবং ইন্টারনেট স্বাধীনতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করতেই পালিত হয় এই বিশেষ দিনটি (World Day Against Cyber Censorship 2022)। এখানে রইল বিশ্বের পাঁচটি দেশের কথা যেখানে ইন্টারনেট স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।
উত্তর কোরিয়া
উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং বিদেশিরা ছাড়া উত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবহার সীমাবদ্ধ (World Day Against Cyber Censorship 2022)। এর বদলে Kwangmyong নামে একটি জাতীয় ইন্ট্রানেট পরিষেবা এখানে কাজ করে এবং অল্প সংখ্যক নাগরিকের কাছেই তা অ্যাক্সেসযোগ্য। বৈজ্ঞানিক এবং সরকার সম্পর্কিত বিষয়বস্তুর ওয়েবসাইটগুলিকেই এর মাধ্যমে কেবল অ্যাক্সেস করা যায় এবং কেবল উত্তর কোরিয়াতেই এটি কাজ করে।
advertisement
advertisement
চিন
যাতে দেশের তথ্য বাইরে না যায় বা দেশের ক্ষমতাসীন দলের সরকারের বিরুদ্ধে সমালোচনা করা না হয় সেই কারণে ব্যাপক ইন্টারনেট সেন্সরশিপ লাগু রয়েছে চিনে। চিনে গুগল, উইকিপিডিয়া, ফেসবুক, টুইটার এবং ইউটিউব অ্যাক্সেসযোগ্য নয়। এমনকি VPN পরিষেবাও নিষিদ্ধ। শাসকের নীতির সমালোচনা করলে নাগরিক এবং সাংবাদিকদের প্রায়ই জেলে বন্দি করা হয়।
ইরান
ইরানে কঠোর ইন্টারনেট সেন্সরশিপ (World Day Against Cyber Censorship 2022) লাগু রয়েছে। সরকার নিজের শাসনের সমালোচনামূলক বিষয়বস্তু, ধর্ম, রাজনীতি এবং নারী অধিকার সংক্রান্ত বিষয়বস্তু ইন্টারনেটে বন্ধ করে দেয়। ইরানে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ব্লগার, স্ন্যাপচ্যাট এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলিও ব্লক করা। নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি সংবাদ, খেলাধুলো, বিজ্ঞান এবং স্বাস্থ্য বিষয়ক, আন্তর্জাতিক কেনাকাটা এবং পর্নোগ্রাফিক সাইটগুলিও বন্ধ এই দেশে৷
advertisement
সিরিয়া
রাজনৈতিক বিরোধীদের দমন করার প্রচেষ্টায়, সিরিয়ার সরকার দেশে ইন্টারনেটের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করেছে। নাগরিকদের প্রতি মাসে সীমিত পরিমাণে ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেওয়া হয় এবং তাঁদের অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। শাসকের সমালোচনাকারী সাংবাদিকরা নিয়মিত গ্রেফতার ও নির্যাতনের শিকার হন এখানে।
advertisement
বেলারুশ
সমস্ত স্বৈরাচারী সরকারের মতোই বেলারুশও ইন্টারনেটে নিষেধাজ্ঞা আরোপ করে, যার প্রাথমিক উদ্দেশ্য সরকার বিরোধী বিক্ষোভ এবং গণতন্ত্রপন্থী আন্দোলনকে রোধ করা। অনেক স্বাধীন সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছে। দেশের বাইরের বাণিজ্যিক ওয়েবসাইট (World Day Against Cyber Censorship 2022) থেকে কেনাকাটাও নিষিদ্ধ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Day Against Cyber Censorship 2022: আজ সাইবার সেন্সরশিপ বিরোধী দিবস, জানেন কি ফেসবুক, ট্যুইটার এমনকী গুগলও নিষিদ্ধ এই দেশগুলিতে!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement