হোম /খবর /লাইফস্টাইল /
বাকি সব বাদ দিন, তৈলাক্ত ত্বকের যত্নে নিন সিরাম

Serum for Oily Skin: বাকি সব বাদ দিন, তৈলাক্ত ত্বকের যত্নে নিন সিরাম

Serum:সিরাম আপনার ত্বকে আর্দ্রতা যোগায়, ত্বককে ময়শ্চারাইজড রাখে

Serum:সিরাম আপনার ত্বকে আর্দ্রতা যোগায়, ত্বককে ময়শ্চারাইজড রাখে

Serum for Oily Skin: চটচটে নয়, এরকম জেল বা ওয়াটারবেসড সিরাম আপনার ত্বকে আর্দ্রতা যোগায়, ত্বককে ময়শ্চারাইজড রাখে

  • Last Updated :
  • Share this:

গবেষণা বলছে, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে রূপচর্চা সংক্রান্ত সবথেকে বেশি সার্চ হয় তৈলাক্ত ত্বক নিয়ে (care for oily skin)৷ জানতে চাওয়া হয়, এই ত্বকের যত্ন নেওয়ার রীতি নিয়ে৷ তৈলাক্ত ত্বকের খেয়াল রাখার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু বিষয়-রোজকার খাবার, জীবনযাপন, যেখানে থাকেন সেখানকার আবহাওয়া, ব্যবহৃত বিউটি প্রডাক্টস-সহ অনেক কিছুই৷

ত্বক তখনই তৈলাক্ত হয়ে পড়ে, যখন বাড়তি সেবাম (sebum)উৎপাদিত হয়৷ তৈলাক্ত সেবাম আপনার ত্বককে হাইড্রেটেড এবং স্বাস্থ্যকর রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে৷ কিন্তু অতিরিক্ত সেবাম অন্যদিকে ত্বকের ছিদ্রমুখ বা পোরস বন্ধ করে দেয়৷ এই সমস্যায় সমাধান দিতে পারে সিরাম (Serum for Oily Skin )৷ একদিকে সেবাম থেকে মুক্তি, অন্যদিকে ত্বককে হাইড্রেটেড রাখা, সিরাম উপকারী দু’দিকেই৷ চটচটে নয়, এরকম জেল বা ওয়াটারবেসড সিরাম আপনার ত্বকে আর্দ্রতা যোগায়, ত্বককে ময়শ্চারাইজড রাখে৷

আরও পড়ুন : বয়স হার মেনেছে তাঁর কাছে, সুস্মিতা সেনের রূপচর্চার গোপন চাবিকাঠি জানতে চান?

তবে সিরামের উপকারিতা পেতে আপনাকে ত্বকের সঙ্গে মানানসই উপযুক্ত সিরাম বেছে নিতে হবে৷ হ্যালুরনিক অ্যাসিড, স্যালিসাইক্লিক অ্যাসিড, ভিটামিন সি-এর মতো উপাদান সিরামে থাকা প্রয়োজনীয়৷ হ্যালুরনিক অ্যাসিড ত্বক হাইড্রেডেট করে৷ স্যালিকাইক্লিক অ্যাসিড ত্বক থেকে বাড়তি সেবাম ও তেল দূর করে৷ ভিটামিন সি হল অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বককে পুনরুজ্জীবিত করে৷

আরও পড়ুন : শীতের সময় শরীরে অভাব দেখা দেয় ভিটামিন D-এর, কী ভাবে বুঝবেন এই ভিটামিনের অভাবের কথা?

তৈলাক্ত ত্বকের হাইড্রেশন প্রয়োজন৷ ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টিসাধন করে সেরাম৷ ফলে গড়পড়তা ক্রিম ও ময়্চারাইজারের তুলনায় অনেক বেশি কার্যকর হয়৷ তৈলাক্ত ত্বকের জন্য সিরামই হল সেই প্রডাক্ট, যা ক্রিম এবং ময়শ্চারাইজারের উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারে৷

আরও পড়ুন : মধু শুধু স্বাদেই মিষ্টি নয়, রূপচর্চায় এর গুরুত্ব অনস্বীকার্য, জেনে নিন এক নজরে!

সিরাম ব্যবহার করা খুবই সহজ৷ মুখ পরিষ্কার করে নেওয়ার পর সিরাম ব্যবহার করতে হয়৷ এই বিউটি টনিকের মাত্র কয়েক ফোঁটা তৈলাক্ত ত্বককে প্রয়োজনীয় পুষ্টি দেয়৷ সারা দিনের জন্য আপনার ত্বক থাকে ঝলমলে৷

মুখ ধুয়ে ফেলার পর আঙুলের ডগায় সিরাম নিয়ে আলতো ভাবে মুখে এবং ঘাড়ে লাগিয়ে দিন৷ এই শীতে তৈলাক্ত ত্বকের যত্নে অন্য সব উপকরণ বাদ দিয়ে বেছে নিন সিরামকে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Oily skin, Serum