Serum for Oily Skin: বাকি সব বাদ দিন, তৈলাক্ত ত্বকের যত্নে নিন সিরাম

Last Updated:

Serum for Oily Skin: চটচটে নয়, এরকম জেল বা ওয়াটারবেসড সিরাম আপনার ত্বকে আর্দ্রতা যোগায়, ত্বককে ময়শ্চারাইজড রাখে

গবেষণা বলছে, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে রূপচর্চা সংক্রান্ত সবথেকে বেশি সার্চ হয় তৈলাক্ত ত্বক নিয়ে (care for oily skin)৷ জানতে চাওয়া হয়, এই ত্বকের যত্ন নেওয়ার রীতি নিয়ে৷ তৈলাক্ত ত্বকের খেয়াল রাখার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু বিষয়-রোজকার খাবার, জীবনযাপন, যেখানে থাকেন সেখানকার আবহাওয়া, ব্যবহৃত বিউটি প্রডাক্টস-সহ অনেক কিছুই৷
ত্বক তখনই তৈলাক্ত হয়ে পড়ে, যখন বাড়তি সেবাম (sebum)উৎপাদিত হয়৷ তৈলাক্ত সেবাম আপনার ত্বককে হাইড্রেটেড এবং স্বাস্থ্যকর রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে৷ কিন্তু অতিরিক্ত সেবাম অন্যদিকে ত্বকের ছিদ্রমুখ বা পোরস বন্ধ করে দেয়৷ এই সমস্যায় সমাধান দিতে পারে সিরাম (Serum for Oily Skin )৷ একদিকে সেবাম থেকে মুক্তি, অন্যদিকে ত্বককে হাইড্রেটেড রাখা, সিরাম উপকারী দু’দিকেই৷ চটচটে নয়, এরকম জেল বা ওয়াটারবেসড সিরাম আপনার ত্বকে আর্দ্রতা যোগায়, ত্বককে ময়শ্চারাইজড রাখে৷
advertisement
আরও পড়ুন : বয়স হার মেনেছে তাঁর কাছে, সুস্মিতা সেনের রূপচর্চার গোপন চাবিকাঠি জানতে চান?
তবে সিরামের উপকারিতা পেতে আপনাকে ত্বকের সঙ্গে মানানসই উপযুক্ত সিরাম বেছে নিতে হবে৷ হ্যালুরনিক অ্যাসিড, স্যালিসাইক্লিক অ্যাসিড, ভিটামিন সি-এর মতো উপাদান সিরামে থাকা প্রয়োজনীয়৷ হ্যালুরনিক অ্যাসিড ত্বক হাইড্রেডেট করে৷ স্যালিকাইক্লিক অ্যাসিড ত্বক থেকে বাড়তি সেবাম ও তেল দূর করে৷ ভিটামিন সি হল অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বককে পুনরুজ্জীবিত করে৷
advertisement
advertisement
আরও পড়ুন : শীতের সময় শরীরে অভাব দেখা দেয় ভিটামিন D-এর, কী ভাবে বুঝবেন এই ভিটামিনের অভাবের কথা?
তৈলাক্ত ত্বকের হাইড্রেশন প্রয়োজন৷ ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টিসাধন করে সেরাম৷ ফলে গড়পড়তা ক্রিম ও ময়্চারাইজারের তুলনায় অনেক বেশি কার্যকর হয়৷ তৈলাক্ত ত্বকের জন্য সিরামই হল সেই প্রডাক্ট, যা ক্রিম এবং ময়শ্চারাইজারের উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারে৷
advertisement
আরও পড়ুন : মধু শুধু স্বাদেই মিষ্টি নয়, রূপচর্চায় এর গুরুত্ব অনস্বীকার্য, জেনে নিন এক নজরে!
সিরাম ব্যবহার করা খুবই সহজ৷ মুখ পরিষ্কার করে নেওয়ার পর সিরাম ব্যবহার করতে হয়৷ এই বিউটি টনিকের মাত্র কয়েক ফোঁটা তৈলাক্ত ত্বককে প্রয়োজনীয় পুষ্টি দেয়৷ সারা দিনের জন্য আপনার ত্বক থাকে ঝলমলে৷
মুখ ধুয়ে ফেলার পর আঙুলের ডগায় সিরাম নিয়ে আলতো ভাবে মুখে এবং ঘাড়ে লাগিয়ে দিন৷ এই শীতে তৈলাক্ত ত্বকের যত্নে অন্য সব উপকরণ বাদ দিয়ে বেছে নিন সিরামকে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Serum for Oily Skin: বাকি সব বাদ দিন, তৈলাক্ত ত্বকের যত্নে নিন সিরাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement