Nadia News: শান্তিপুরে কিশোরের দেহে মিলল স্ক্রাব টাইফাসের জীবাণু! জানুন এই রোগের লক্ষণ, কী বলছেন চিকিৎসক

Last Updated:

Nadia News: গত বছর জুলাই মাসে কলকাতা-সহ বিভিন্ন রাজ্যের একের পর এক শিশু আক্রান্ত হয়েছিল এই রোগে। যা নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসেছিল।

+
চিকিৎসক

চিকিৎসক ও রোগীর পরিজন

নদিয়া: নদিয়ার শান্তিপুরে এক কিশোরের দেহে মিলল স্ক্রাব টাইফাসের জীবাণু! ডেঙ্গির ভয়াবহতার মধ্যেই স্ক্রাব টাইফাসের আক্রমণ। গত বছর জুলাই মাসে কলকাতা-সহ বিভিন্ন রাজ্যের একের পর এক শিশু আক্রান্ত হয়েছিল এই রোগে। যা নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসেছিল। এবারে আবারও আক্রান্ত এক কিশোর। নদিয়া জেলার শান্তিপুরে। ড. শিবাজী প্রসাদ করের কাছে চার দিন আগে ওই নাবালককে নিয়ে তার পরিবার জ্বরের চিকিৎসা করাতে আসে।
ডেঙ্গু-সহ এ সময়ের বিভিন্ন ভাইরাল ফিভার সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরেও কোনও উপসর্গ ধরা পড়েনি। একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রেখে, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন প্রবীন ড. জি সি সাউয়ের সঙ্গে আলোচনা করেন। স্ক্রাবটাইফাস অনুমান করে পরীক্ষা করতে দেওয়া হয়, সেই রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই ডক্টর কর বিষয়টি জেলা স্বাস্থ্য দফতরের নজরে আনেন।
advertisement
advertisement
যদিও এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর দীর্ঘদিনের কর্মজীবনে এই প্রথম। তবে বেশ কিছু বছর আগে করিমপুরে কর্মরত থাকাকালীন এ ধরনের রোগের কথা শুনেছিলেন মেডিক্যাল বোর্ডে। তবে এটা কখনওই ছোঁয়াচে বা মারণ রোগ নয়। তবে সচরাচর দেখা যায় না।
তবে চিকিৎসা বিজ্ঞান থেকে জানা যায়, স্ক্রাব টাইফাস শব্দটি এসেছে গ্রিক শব্দ টাইফাস থেকে যার অর্থ হল ধোঁয়াটে বা অস্পষ্ট। এঁটুলি পোকার মতো দেখতে ট্রম্বিকিউলিড মাইটস বা টিক-এর মতো পরজীবী পোকার কামড় থেকে এই রোগের জীবাণু মানবদেহে ছড়ায়। এই পোকাগুলির আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়।
advertisement
সাধারণত গ্রামবাংলার কৃষিজমিতে এই ধরনের পোকা দেখা যায়। যদিও শহুরে এলাকায় বাড়ি বা অ্যাপার্টমেন্টে ছোট বুশ, ঝোপঝাড়, গাছপালা কিংবা পোষ্যের গায়ে এই ধরনের পোকার দেখা হামেশাই মেলে। সাধারণত বর্ষায় এই রোগের প্রকোপ বাড়ে। প্রাথমিক ভাবে এই পোকা কামড়ালে সঙ্গে সঙ্গে কোনও ব্যথা অনুভব হয় না। তবে পরে তা শরীরের ভিতরে গিয়ে সমস্যার সৃষ্টি করে।
advertisement
সাধারণ জ্বরের মতোই এই রোগেও যে লক্ষণগুলি দেখা যায়, সেগুলি হল—
তীব্র মাথা ব্যথা
অত্যধিক জ্বর
গা-হাত-পায়ে ব্যথা
সর্দি-কাশি, গলা ব্যথা
পিঠে ও বুকে র‍্যাশ যা ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়ে
পেটের সমস্যা
চোখ লাল হয়ে যায়
শরীরের লসিকা গ্রন্থিগুলি ফুলতে শুরু করে
বেশ কিছু ক্ষেত্রে রোগীর শরীরে পোকা কামড়ানোর দাগ পাওয়া যায়। দাগটা খানিকটা সিগারেটের ছ্যাকার মতো হয়। এগুলিকে বলে এসকার। যা দেখেই সাধারণত রোগ শনাক্ত করা হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিইন এই রোগের অন্যতম ওষুধ। এই পরিস্থিতিতে জ্বর হলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই শ্রেয়।
advertisement
এ প্রসঙ্গে বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকরা জানান স্ক্রাব টাইফাস কিন্তু মারণরোগ নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা হলে রোগী সম্পূর্ণ ভাবে সেরে ওঠে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nadia News: শান্তিপুরে কিশোরের দেহে মিলল স্ক্রাব টাইফাসের জীবাণু! জানুন এই রোগের লক্ষণ, কী বলছেন চিকিৎসক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement