Michael Gambon aka Dumbledore Passes Away: হগওয়ার্টস অন্ধকার করে চলে গেলেন হ্যারির শিক্ষক! নিউমোনিয়ায় প্রয়াত দ্বিতীয় ডাম্বেলডোর

Last Updated:

Michael Gambon aka Dumbledore Passes Away: মৃত্যুকালে মাইকেলের বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন হ্যারির শিক্ষক। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন মাইকেল।

চলে গেলেন হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বেলডোর।
চলে গেলেন হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বেলডোর।
লন্ডন: প্রয়াত অভিনেতা মাইকেল গ্যাম্বন। ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্জাইজিতে প্রফেসর ডাম্বেলডোরের ভূমিকায় অভিনয় প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। চলে গেলেন হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বেলডোর। হ্যারি পটার সিরিজের আটটি ছবির মধ্যে শেষ ছ’টি ছবিতেই অভিনয় করেছেন তিনি।
মৃত্যুকালে মাইকেলের বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন হ্যারির শিক্ষক। পরিবারের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন মাইকেল।
advertisement
পরিবারের বিবৃতিতে লেখা হয়েছে, ‘স্যার মাইকেল গ্যাম্বনের জীবনাবসানের ঘোষণা করে বিধ্বস্ত আমরা সকলে। একজন প্রিয় স্বামী, প্রিয় বাবা ছিলেন। মাইকেলের মৃত্যুর সময়ে তাঁর পাশে ছিলেন তাঁর স্ত্রী অ্যান এবং ছেলে ফার্গাস। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।’
advertisement
পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় নিয়েই বেঁচেছেন তিনি। ২০০২ সালে প্রথম প্রফেসর ডাম্বেলডোর ওরফে রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর তাঁকেই পরবর্তী ডাম্বলডোরের চরিত্রে বেছে নেওয়া হয়েছিল। যদিও মাইকেল একবার সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিংয়ের সর্বাধিক বিক্রিত বইগুলির একটিও পড়া হয়নি তাঁর। তাঁর মতে, বইগুলি পড়ে প্রভাবিত না হয়ে চিত্রনাট্য পড়াটাই বেশি নিরাপদ। একটি বই না পড়েও প্রফেসর ডাম্বলডোরের সঙ্গে একাত্ম হতে অসুবিধা হয়নি তাঁর। ছ’টি ছবিতে সেই জাদুকর এবং শিক্ষক নিজের ছাত্রদের রক্ষা করার জন্য মন্দের বিরুদ্ধে লড়াই করেছেন।
advertisement
১৯৪০ সালে আয়ারল্যান্ডে জন্ম তাঁর। পরে লন্ডনেই বড় হওয়া। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর মঞ্চের প্রতি প্রেম তাঁকে অভিনয় জগতে নিয়ে আসে। প্রথমবার ‘ওথেলো’ নাটকে অভিনয় করেছিলেন ডাবলিনে। ১৯৯৮ সালে মঞ্চে অভিনয়ের জন্য বিশেষ উপাধি দেওয়া হয় তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Michael Gambon aka Dumbledore Passes Away: হগওয়ার্টস অন্ধকার করে চলে গেলেন হ্যারির শিক্ষক! নিউমোনিয়ায় প্রয়াত দ্বিতীয় ডাম্বেলডোর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement