মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিক! গবেষণায় সদ্যোজাতর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, কী করণীয়

Last Updated:

অধ্যাপক বললেন, ''আমাদের এই গবেষণার উদ্দেশ্য স্তন্যপান বন্ধ করা কমানো নয়। বরং দূষণ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য রাজনৈতিক নেতাদের চাপ দেওয়া উচিত।''

#রোম: মনুষ্য মাতৃদুগ্ধে পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক। সদ্যোজাতদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা প্রথমবার মানুষের স্তন্যে মাইক্রোপ্লাস্টিক আবিষ্কার করার পরই বৃদ্ধি পেয়েছে উদ্বেগ। প্রসবের এক সপ্তাহ পরে ইতালির রোমে ৩৪ জন সুস্থ সবল মায়ের বুকের দুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং তাঁদের মধ্যে ৭৫ শতাংশের দুধে মাইক্রোপ্লাস্টিক ছিল এমনটাই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক এক পত্রিকায়।
মায়েদের প্লাস্টিক প্যাকেটজাত খাবার, পানীয় এবং সামুদ্রিক প্রাণীর মাংস খাওয়ার অভ্যাস পর্যবেক্ষণ করা হয়েছিল। পাশাপাশি প্লাস্টিকজাত পণ্যের দৈনন্দিন ব্যবহার ক্ষেত্রেও নজর রাখা হয়েছিল। তবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না। গবেষণায় দেখা গিয়েছে, পরিবেশে উপস্থিতি কারণে মানুষের শরীরে সহজেই প্রবেশ করে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের।
advertisement
advertisement
ইতালির পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ভ্যালেন্টিনা নোটারস্টেফানো বলেছেন, ''মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ মেলায় সদ্যোজাতের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। অনঃসত্ত্বা থাকাকালীন এবং দুগ্ধবতী হওয়ার পর শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের পথ বন্ধ করা প্রয়োজন।''
কিন্তু একইসঙ্গে অধ্যাপক জানালেন, এই সমস্যা থাকার সত্ত্বেও স্তন্যপান না করানো উচিত নয়। অধ্যাপক বললেন, ''আমাদের এই গবেষণার উদ্দেশ্য স্তন্যপান বন্ধ করা কমানো নয়। বরং দূষণ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য রাজনৈতিক নেতাদের চাপ দেওয়া উচিত।''
advertisement
এর আগে গবেষণায় দেখানো হয়েছে, মাইক্রোপ্লাস্টিক মানুষের কোষ, পরীক্ষাগারের প্রাণী এবং সামুদ্রিক জীবের জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু মানুষের উপর তাদের প্রভাব কতটা, তা অজানা ছিল। একটি গবেষণায় দেখা গিয়েছে, মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় পলিথিন, পিভিসি এবং পলিপ্রোপিলিন দিয়ে। যা প্রায়শই প্যাকেজিংয়ে পাওয়া যায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিক! গবেষণায় সদ্যোজাতর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, কী করণীয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement