উপায় আপনার হাতের মুঠোয়, রোজ সকালে এই ৬ কাজ করুন, ওজন কমবে ঝড়ের গতিতে

Last Updated:

ওজন বাড়লে কিছু আশঙ্কাজনক শারীরিক অবস্থা দেখা দিতে পারে। যার মধ্যে হার্টের অসুখ এবং টাইপ টু ডায়াবেটিসও আছে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতাঃ প্রয়োজনের তুলনায় ওজন বেড়ে গেলে শুধু যে দেখতে খারাপ লাগে তা নয়, ওজন বাড়লে অনেক শারীরিক সমস্যাও দেখা দেয়। বাজারে ওজন কম করার অনেক রকম ওষুধ পাওয়া যায়। যদিও সঠিক জীবনযাত্রা আর সুষম আহারই হল ওজন কম করার আসল পদ্ধতি।
ওজন বাড়লে কিছু আশঙ্কাজনক শারীরিক অবস্থা দেখা দিতে পারে। যার মধ্যে হার্টের অসুখ এবং টাইপ টু ডায়াবেটিসও আছে। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সকালে উঠে এই ছয়টি কাজ করলে ওজন কমবে অত্যন্ত দ্রুত গতিতে।
প্রতিদিন সকালে ১২ বার সূর্য নমস্কার:
advertisement
প্রতিদিন সূর্য নমস্কার করলে হরমোনের সামঞ্জস্য বজায় থাকে, পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করে এবং অন্ত্র সঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারে। এছাড়াও সূর্য নমস্কার করলে মানসিক স্বাস্থ্যও ভাল থাকে। এই আসন করলে পেটের কাছে জমে থাকা মেদ গলে যায় এবং ওজনও সামগ্রিকভাবে কমে যায়।
advertisement
কপালভাতি করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। এর ফলে শরীর থেকে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। এর সঙ্গে জমে থাকা মেদও বেরিয়ে যায়। এছাড়াও কপালভাতি ঋতুস্রাবজনিত সমস্যাও দূর করে।
advertisement
সার্কাডিয়ান ইন্টারমিটেন্ট ফাস্টিং:
এর অর্থ হল কয়েক ঘণ্টা উপোস করে থেকে শরীরের প্রয়োজন অনুযায়ী খেতে হবে। আর সার্কাডিয়ান মানে হল সূর্যাস্তের পর আর কিছু খাওয়া যাবে না। সার্কাডিয়ান ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সিআইএফ করতে হলে সকাল থেকে আট ঘণ্টার মধ্যে যা খাওয়ার খেয়ে নিতে হবে। শেষবার খেতে হবে সূর্যাস্তের ঠিক আগে বা সূর্যাস্তের এক ঘণ্টার মধ্যে। তবে সিআইএফ করলে রাত আটটার মধ্যে খেয়ে নিতে হবে।
advertisement
গরমজল পাচন ক্ষমতা বাড়িয়ে দেয় এবং বাড়তি মেদ কম করতে সাহায্য করে। এছাড়া এই জল গ্যাস, পেট ফোলা, বারবার খিদে পাওয়া এই সমস্যাগুলোও দূর করে।
পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা):
advertisement
ঘুম যত ভাল হবে ওজন তত দ্রুত কমবে। ৭ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম হলে লিভার ভাল থাকে, হরমোনের সমস্যা দূর হয়।
ওজন কম করার পানীয়, দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে-
জল – ১ গ্লাস
আদা – ১ টা ছোট টুকরো
মৌরি – ১ চা চামচ
জোয়ান- আধ চা চামচ
advertisement
গোলমরিচের গুঁড়ো- ১টি
এলাচ- ১টি
দারচিনি - ১ টুকরো
ধনে – ২ চা চামচ
লেবু- ১টি
জলে আদার টুকরো, মৌরি, জোয়ান বীজ, গোলমরিচ গুঁড়ো, দারচিনি, ধনে ৩ মিনিটের জন্য ফোটাতে হবে। এবার এতে অর্ধেকটা লেবু মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
উপায় আপনার হাতের মুঠোয়, রোজ সকালে এই ৬ কাজ করুন, ওজন কমবে ঝড়ের গতিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement