Skin Care|| মুলতানি মাটি আর দুধ! দামী প্রসাধনী ছেড়ে মুখে লাগান, তফাত দেখবেন কয়েক দিনেই

Last Updated:

Multani Mitti Benefits: মুলতানি মাটির সঙ্গে একটু দুধ মিশিয়ে ত্বকে লাগালেই হবে কেল্লা ফতে।এই দুটি উপাদানের মিশ্রণ কীভাবে ত্বকের কাজে আসে দেখে নেওয়া যাক।

#কলকাতাঃ আজ থেকে নয়, বহু যুগ আগে থেকেই ত্বক আর চুলের যত্নে মুলতানি মাটির ব্যবহার চলে আসছে। মুলতানি মাটি ত্বকে লাগালে ত্বক যে শুধু ভাল থাকে তা নয়,ত্বকের অনেক সমস্যাও দূর হয়। ত্বক ভাল রাখতে আর ত্বকের সমস্যা দূর করতে অনেকেই বাজার থেকে দামী প্রসাধনী কিনে আনেন। কিন্তু সেই সব পণ্যে ক্ষতিকর রাসায়নিক থাকে। তবে এখন আর এত টাকা খরচ করার দরকার নেই। কারণ মুলতানি মাটির সঙ্গে একটু দুধ মিশিয়ে ত্বকে লাগালেই হবে কেল্লা ফতে। এই দুটি উপাদানের মিশ্রণ কীভাবে ত্বকের কাজে আসে দেখে নেওয়া যাক।
মৃত কোষ সরিয়ে দেয়ঃ
বাজারে অনেক স্ক্রাবার বা এক্সফোলিয়েটর পাওয়া গেলেও, দুধ আর মুলতানি মাটির মিশ্রণের কোনও তুলনা নেই। মুলতানি মাটি ত্বকের উপরিভাগের মৃত কোষ সরিয়ে দেয়। তখন ত্বকের নিচের অংশ উন্মুক্ত হয়ে পড়ে এবং ত্বকের আর্দ্রতার প্রয়োজন হয়। সেই আর্দ্রতা জোগায় দুধ। আর মুলতানি মাটি আর দুধ দুটোই যেহেতু প্রাকৃতিক উপাদান তাই ত্বকের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই।
advertisement
advertisement
অ্যাকনে ত্বকের একটি বড় সমস্যা। বাজারে অনেক জেল ও ফেসওয়াশ পাওয়া যায় যারা দাবি করে যে তারা অ্যাকনে কমিয়ে দেবে। সে সবে কান না দিয়ে মুলতানি মাটি আর দুধের মিশ্রণ লাগালেই কাজ দেবে। এই মিশ্রণ ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা দূর করে।
advertisement
ত্বকে তারুণ্য নিয়ে আসেঃ
অনেক সময় জীবনযাত্রার চাপে আর দূষণের জেরে সময়ের অনেক আগেই ত্বকে বলিরেখা দেখা দিতে শুরু করে। দুধ আর মুলতানি মাটির এই মিশ্রণ নিয়মিত লাগালে ত্বকের তারুণ্য বজায় থাকবে। কারণ এই মিশ্রণ ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে।
advertisement
না, কোনও দামী ক্রিম নয়, মুখের দাগ ছোপ সরিয়ে ত্বকে উজ্জ্বলতা আনতে হলে ব্যবহার করতে হবে এই দুধ আর মুলতানি মাটির প্রলেপ। এই প্যাক মুখে উজ্বলতা নিয়ে আসবে।
ট্যানিং দূর করেঃ
নানা কাজে আমাদের বাইরে বেরো তেই হয়।আর বাইরে বেরোলেই সূর্যের আলো ত্বকের ক্ষতি করতে শুরু করে দেয়। এর থেকে বাঁচতে হলেও এই মিশ্রণ কাজে আসবে। এছাড়াও ত্বকে জ্বালা পোড়া ভাব, লালচে ভাব, র‍্যাশ আর চুলকানিও দূর করে এই প্যাক।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care|| মুলতানি মাটি আর দুধ! দামী প্রসাধনী ছেড়ে মুখে লাগান, তফাত দেখবেন কয়েক দিনেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement