দীপাবলিতে শহরে নাশকতার আশঙ্কা! থানাগুলিকে সতর্ক করল কলকাতা পুলিশ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
দীপাবলির সময় নাশকতার আশঙ্কা কলকাতায়। সব থানাকে বিশেষভাবে সতর্ক করা হল কলকাতা পুলিশের তরফে।
#কলকাতা: দীপাবলির সময়ে নাশকতার আশঙ্কা কলকাতায়। সব থানাকে বিশেষভাবে সতর্ক করা হল কলকাতা পুলিশের পক্ষ থেকে। হরিয়াণা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের তরফে সতর্ক করা হয়েছে যে পিএফআই দীপাবলির সময় একাধিক নাশকতামূলক হামলা করতে পারে।
একটি ট্যুইটার অ্যাকাউন্টে এমনই তথ্য পাওয়া গিয়েছে বলে হরিয়াণা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ সতর্ক করেছে। তাই সব ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে হবে দিওয়ালির সময়। কলকাতা পুলিশের তরফে এ নিয়ে বিশেষভাবে সতর্ক করা হল শহরের প্রত্যেকটি থানা ও গোয়েন্দা বিভাগকে।
গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, দীপাবলিতে গোটা দেশ জুড়েই নাশকতামূলক হামলার আশঙ্কা করা হচ্ছে। সেই সূত্রেই বিশেষভাবে সতর্ক করা হচ্ছে কলকাতা-সহ সবকটি বড় শহরকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2022 4:07 PM IST