ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার কমাতে আপনার রান্নাঘরের এই মশলাগুলি অব্যর্থ, জানুন কখন কীভাবে খাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Indian Herbs and spices: চিকিৎসকের ওষুধ তো থাকবেই৷ মানতে হবে অন্য বিধিনিষেধও৷ তার সঙ্গে রাখুন কিছু ওষধি৷ যেগুলির প্রভাবে হাই ব্লাডপ্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
advertisement
advertisement
advertisement
advertisement
প্রাচীন ভেষজ ও মশলা হলুদ বহু গুণের আধার৷ দীর্ঘ দিন ধরে হলুদ ব্যবহৃত হয়ে আসছে রোগের প্রতিষেধক রূপে৷ অতিমারির সময়ে হলুদের ব্যবহার বেড়ে যায় বহু গুণে৷ হলুদে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট কারকিউমিন ফলপ্রসূ মধুমেহ নিয়ন্ত্রণে৷ এছাড়াও আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য৷ খাবারে মশলা হিসেবে তো বটেই৷ দুধে মিশিয়েও হলুদ খেতে পারেন৷
advertisement
advertisement