Nabadwip Rasa Festival: নবদ্বীপের রাস উৎসবে ১৫০ বছরের পুরনো এই পুজো আজও উদযাপিত ঐতিহ্য ও প্রাচীনত্ব
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nabadwip Rasa Festival: নবদ্বীপের রানী, গৌরাঙ্গিনী মাতাকে বলা হয়। কিন্তু জানেন কি এই একই আদলে দেখতে আরেক দেবী পুজিত হন আরও এক বারোয়ারিতে
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপের রানি, গৌরাঙ্গিনী মাতাকে বলা হয়। কিন্তু জানেন কি এই একই আদলে দেখতে আর এক দেবী পূজিত হন আরও এক বারোয়ারিতে, যদিও প্রতিমার গঠন ও নাম ভিন্ন জেনে নিন বিশদে। শাক্ত ও বৈষ্ণব ভাবধারার অনন্য মেলবন্ধনের প্রতীক নবদ্বীপের রাস উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ গৌরাঙ্গিনী মাতার পুজো, যাকে অনেকে স্নেহভরে ‘নবদ্বীপের রানি’ বলেও সম্বোধন করেন। দেবীর সঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী এবং দেবীর বাহন জোড়া সিংহ। আশ্চর্যের বিষয়, একই রূপের দেবী পূজিত হন নবদ্বীপের আর এক স্থানে বুড়ো শিবতলা ব্যানার্জি পাড়া রোডে অবস্থিত শ্রী গৌরাঙ্গী মাতা পুজো কমিটিতে। আশিস সাহা পুজো কমিটির উদ্যোগে ১৫০ বছরেরও অধিক সময় ধরে চলে আসছে এই পুজো।
এই দেবীমূর্তির পুজো নবদ্বীপে কেবল দুটি স্থানে হয় যোগনাথতলার গৌরাঙ্গিণী মাতা ও বুড়োশিবতলার গৌরাঙ্গী মাতা রূপে। শাক্ত মতে পালিত হয় এই পুজো। আগে পশুবলি দেওয়া হলেও বর্তমানে সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে; এখন প্রতীকী বলি হিসেবে আখ, কলা, কুমড়ো ইত্যাদি নিবেদন করা হয় দেবীর উদ্দেশে।
advertisement
advertisement
পুজোর পরদিন অনুষ্ঠিত হয় আড়ং বা শোভাযাত্রা, যেখানে দেবী গৌরাঙ্গিনী মাতার প্রতিমা বের হয় বর্ণাঢ্য সাজে। এই পুজোয় অংশগ্রহণ করেন ব্যানার্জি পাড়ার বাসিন্দারা এবং বুড়োশিবতলার বহু পরিবার। বিশেষ করে পাড়ার মহিলারা ও তরুণীরা মিলে নিজেরাই পুজোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন। সারা বছর ধরে এই দিনটির অপেক্ষায় থাকেন সকলেই শক্তি ও ভক্তির মিলনে নবদ্বীপের রাস উৎসব হয়ে ওঠে আরও ঐতিহ্যমণ্ডিত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 8:56 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabadwip Rasa Festival: নবদ্বীপের রাস উৎসবে ১৫০ বছরের পুরনো এই পুজো আজও উদযাপিত ঐতিহ্য ও প্রাচীনত্ব
