Nabadwip Rasa Festival: নবদ্বীপের রাস উৎসবে আজও অটুট শতবর্ষ প্রাচীন কুমারী পুজোর পরম্পরা

Last Updated:

Nabadwip Rasa Festival: শাক্ত ও বৈষ্ণব ভাবধারার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব

+
করা

করা হচ্ছে কুমারী পুজো

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: শাক্ত ও বৈষ্ণবের মেলবন্ধনে নবদ্বীপের রাস উৎসবে আজও অটুট কুমারী পুজোর পরম্পরা। শাক্ত ও বৈষ্ণব ভাবধারার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব। এই উৎসবের বিশেষত্ব শুধু রাস পূর্ণিমায় দেবদেবীর আরাধনায় নয়, পুজোর পরদিন অনুষ্ঠিত হয় এক বিরল পরম্পরা কুমারী পুজো। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক দেব-দেবীর পুজো হয়, যেমন শ্যামা, কৃষ্ণ, মহিষমর্দিনী, শিব প্রমুখ। তবে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নবদ্বীপের ষষ্ঠীতলা বারোয়ারি, যেখানে আজও প্রায় শতবর্ষ পুরনো এই কুমারী পুজোর আচার নিষ্ঠার সঙ্গে পালন করা হয়।
ষষ্ঠীতলা বারোয়ারিতেই নবদ্বীপের একমাত্র কুমারী পুজোর আয়োজন হয়। এখানে এক কুমারী কন্যাকে শাড়ি পরিয়ে, ফুল দিয়ে সাজিয়ে বসানো হয় দেবীর সিংহাসনে। এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণে শুরু হয় পুজো, কুমারীর পায়ে নিবেদিত হয় পদ্মফুল। এই পুজোর আদল বেলুড় মঠের কুমারী পুজোর অনুপ্রেরণায় হলেও, স্থানীয় ঐতিহ্য ও ভক্তির রঙে এর রূপ আরও অনন্য।
advertisement
advertisement
আরও পড়ুন : ১ চিমটে ফিটকিরি আর নুনেই কমবে জ্বালাপোড়া! মাউথ আলসারের যন্ত্রণায় চোখে জল আসার দিন শেষ!
প্রায় ১০০ বছরের কাছাকাছি এই পুজো নবদ্বীপের সংস্কৃতির এক অমূল্য অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর রাস পূর্ণিমা ও তার পরের দিনে স্থানীয় মানুষ ছাড়াও বাইরের বহু দর্শনার্থী এই বিরল পরম্পরা প্রত্যক্ষ করতে নবদ্বীপে ভিড় জমান।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabadwip Rasa Festival: নবদ্বীপের রাস উৎসবে আজও অটুট শতবর্ষ প্রাচীন কুমারী পুজোর পরম্পরা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement