Tribal Festival: পলাশরাঙা ফাল্গুনে শুরু, অক্ষয় তৃতীয়া পর্যন্ত সব রীতি মেনে পুরুলিয়ায় চলছে সারহুল

Last Updated:

Tribal Festival: ধামসা মাদল বাজিয়ে সারহুল পরবে মাতল আদিবাসী ভূমিজ সম্প্রদায় , এই পরব পালিত হয় আবহাওয়া ও ফসলের উন্নতির প্রার্থনায়।

+
সারহুল

সারহুল পরব

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মূলত প্রকৃতির পুজো করে থাকেন। আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের অন্যতম পরব সারহুল।‌ এই উৎসবে জন্য সারাটা বছর অপেক্ষা করেন তারা। এই সময় পুরুলিয়ার বিভিন্ন আদিবাসী গ্রাম গুলিতে সারহুল পরব হতে দেখা যায়। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নাচ-গানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়। পুরুলিয়া ১ নম্বর ব্লকের লুসাবেড়া গ্রামে সারহুল পরবে মেতে উঠল আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের মানুষজন। তবে আধুনিকতার ছোঁয়ায় বর্তমান প্রজন্মের , ছেলে-মেয়েদের মধ্যে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির কদর কমতে দেখা যাচ্ছে। ‌
তাই তাঁরা বিভিন্ন আদিবাসী গ্রামে এই উৎসব আরও বেশি করে করছেন। পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুণ্ডা কল্যাণ সমিতির ‌ রাজ্য সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার বলেন, এই পুজোর মূল লক্ষ্য হল প্রকৃতির আরাধনা করা। এই পূজার মধ্যে দিয়ে আগামী দিনে আবহাওয়া কেমন থাকবে , বৃষ্টি কেমন হবে, জমির ফসল কেমন ফলবে সেই সমস্ত নির্ধারিত হবে। প্রতিবছরই এই উৎসব পালিত হয়ে থাকে। ‌
advertisement
আরও পড়ুন : অভাব কেড়ে নিয়েছে লেখাপড়া, নিজের স্কুলের সামনে গরমাগরম চিকেন গন্ধরাজ মোমো বিক্রি করেন কলেজছুট যুবক
এ বিষয়ে পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সরদার বলেন , বর্তমানে ছেলেমেয়েদের মধ্যে আধুনিক গানের প্রতি আকর্ষণ বাড়ছে। তারা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলে যাচ্ছে। তাই আমরা ভূমিজরা জনবহুল এলাকায় এই উৎসব পালন করছি। আগামী দিনে এই উৎসব পালনের জন্য অন্যান্যদেরও আহ্বান জানাচ্ছি।
advertisement
advertisement
কথিত আছে, শাল গাছে এলে ফুল, নাচে গানে সারহুল পালিত হয়। এই উৎসব ফাল্গুন মাসে শুরু হয় তা চলে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া পর্যন্ত।‌ এই উৎসবকে ঘিরে মেতে ওঠেন আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের মানুষজন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tribal Festival: পলাশরাঙা ফাল্গুনে শুরু, অক্ষয় তৃতীয়া পর্যন্ত সব রীতি মেনে পুরুলিয়ায় চলছে সারহুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement