North Bengal Travel Destination: শিলিগুড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্ব, পাহাড়ের কোলে এই জায়গায় কী দেখতে ছুটছে হাজার হাজার পর্যটক! জানুন...
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
North Bengal Travel Destination : শহরের পাশেই পাহাড় ঘেঁষা নদীর পাশে একবারে নিরিবিলি শান্ত পরিবেশে এলেই মন ভাল হয়ে যাবে সকলের। শহর লাগোয়া এই ইওয়াম মঠ এখন পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠেছে।
শিলিগুড়ি : শহরের একটু বাইরে শালুগারার তড়িবাড়িতে অবস্থিত এই বৌদ্ধ মঠ এখন হয়ে উঠছে শিলিগুড়ির অন্যতম ট্যুরিস্ট স্পট। ভালবাসার সঙ্গীকে নিয়ে, কিংবা পরিবারের সকলকে নিয়ে উইকেন্ডে ঘুরে আসতেই পারেন এই বুদ্ধ মন্দিরে। শহরের পাশেই পাহাড় ঘেঁষা নদীর পাশে একবারে নিরিবিলি শান্ত পরিবেশে এলেই মন ভাল হয়ে যাবে সকলের।
শহর লাগোয়া এই ইওয়াম মঠ এখন পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠেছে। শহরের কোলাহলপূর্ণ জীবনের ভিড় থেকে বিচ্ছিন্ন, ইওয়াম মঠ শিলিগুড়ির মূল কেন্দ্রস্থল থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থান করছে। জঙ্গলঘেরা বেঙ্গল সাফারির ঠিক পেছন দিকটাতে এমন সুন্দর একটি বৌদ্ধমঠ পৌঁছলেই মন ভাল হয়ে যাবে সকলের। কারণ ওই জায়গার শীতল পরিবেশ এবং স্নিগ্ধতা সব দুঃখ, সমস্যা দূর করে দেয়।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলমহল গিয়েছেন আর এই চিকেন টেস্ট করেননি? শীতে একদিন বাড়িতে বানিয়ে নিন, স্বাদেই লুকিয়ে পাক্কা ম্যাজিক…
এই ইওয়াম তিব্বতি বৌদ্ধধর্মের নাইংমা স্কুল প্রচার করে যা চারটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মধ্যে প্রাচীনতম বলে বিবেচিত হয়। মঠটি বৌদ্ধদের কাছে পবিত্র বলে মনে করা হয়।মঠটি প্রাচীন বৌদ্ধ স্থাপত্যশৈলীকে চিত্রিত করে। সাততলা মঠটিতে অত্যাশ্চর্য শিল্পকর্ম এবং জটিল খোদাই রয়েছে। জমকালো কিলখোর অঙ্কন দেয়াল এবং পুরো ছাদ জুড়ে যে শিল্পকলা রয়েছে তা দেখলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ টার্ম ইনস্যুরেন্স, লাইফ ইনস্যুরেন্সয়ের পার্থক্য জানেন? কোন পলিসি, কার জন্য কতটা উপকারী? বছরের শুরুতেই জেনে ইনভেস্ট করুন
আলিপুরদুয়ার থেকে ঘুরতে আসা অভীক দাস বলেন, “আমি প্রথমবার এই জায়গায় ঘুরতে এলাম। এত বড় বৌদ্ধ মঠ আমার দেখা প্রথম। জায়গাটাতে একটা অদ্ভুত শান্তি রয়েছে। একবার এখানে এলে সহজে ফিরে যেতে ইচ্ছে করবে না।” রামকেশ চৌধুরী বলেন, “অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা এটি। আর আবহাওয়া খুব সুন্দর। আমি আমার গোটা পরিবারকে নিয়ে এসেছি। সবাই মিলে এই জায়গাটি ঘুরে দারুন উপভোগ করলাম।শহর থেকে একেবারেই কাছে এই জায়গাটি। যে কোনওঁ শেয়ার টোটো করে এখানে খুব সহজেই চলে আসা যায়।”
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 8:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Travel Destination: শিলিগুড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্ব, পাহাড়ের কোলে এই জায়গায় কী দেখতে ছুটছে হাজার হাজার পর্যটক! জানুন...
