Best Insurance Plan: টার্ম ইনস্যুরেন্স, লাইফ ইনস্যুরেন্সয়ের পার্থক্য জানেন? কোন পলিসি, কার জন্য কতটা উপকারী? বছরের শুরুতেই জেনে ইনভেস্ট করুন
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Term Insurance vs Life Insurance: কোন ধরনের জীবন বিমা কার জন্য সঠিক হবে, সেটা পলিসি নেওয়ার আগেই বুঝে নেওয়া প্রয়োজন। অন্যথায়, একবার কোনও বিমা করিয়ে ফেললে শুধু শুধু টাকা নষ্ট হয়, তার সুবিধা সম্পূর্ণরূপে উপভোগ করা সম্ভব হয়ে ওঠে না।
*নিজেদের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য জীবন বিমা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন কারও পরিবারের মাত্র একজন উপার্জনকারী সদস্য থাকে। তবে কোন ধরনের জীবন বিমা কার জন্য সঠিক হবে, সেটা পলিসি নেওয়ার আগেই বুঝে নেওয়া প্রয়োজন। অন্যথায়, একবার কোনও বিমা করিয়ে ফেললে শুধু শুধু টাকা নষ্ট হয়, তার সুবিধা সম্পূর্ণরূপে উপভোগ করা সম্ভব হয়ে ওঠে না। এই কথা উঠছে, কেন না জীবন বিমা এখন দুই ধরনের পাওয়া যায় - টার্ম ইনস্যুরেন্স এবং লাইফ ইনস্যুরেন্স। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*টার্ম ইনস্যুরেন্স একটি সহজ এবং ঝুঁকি যুক্ত কভারেজ স্কিম। এই পলিসির মেয়াদে বিমাকৃত ব্যক্তি মারা গেলে তার দ্বারা নিযুক্ত ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ (মৃত্যু সুবিধা) টাকা পায়। টার্ম ইনস্যুরেন্সের ক্ষেত্রে ব্যক্তি যদি পলিসির মেয়াদে বেঁচে থাকে, তাহলে সে কোনও অর্থ পায় না। তাই, টার্ম ইনস্যুরেন্সের প্রিমিয়াম প্রচলিত লাইফ ইনস্যুরেন্সের তুলনায় অনেক কম। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*লাইফ ইনস্যুরেন্স - জীবন বিমা পলিসি, যেমন এনডাউমেন্ট এবং মানি-ব্যাক প্ল্যান বিমা কভারেজের পাশাপাশি একটি বিনিয়োগ বা সঞ্চয়ের সুবিধাকে একখাতে নিয়ে আসে। এর মানে হল ডেথ বেনিফিট ছাড়াও পলিসিধারী যদি পলিসির মেয়াদে বেঁচে থাকে, তাহলে সে ম্যাচিউরিটির সুবিধাও পাবে। লাইফ ইনস্যুরেন্স পলিসি গ্যারান্টিযুক্ত পেআউট অফার করে এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা হিসাবে জনপ্রিয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement