হাতের কাছেই সেই জায়গা, যেখানে মাতঙ্গিনী হাজরা 'জীবন্ত'! ঘুরতে গিয়েও অনেকেই অজান্তে করে ফেলেন মিস

Last Updated:

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উল্লেখ্যযোগ্য মাতঙ্গিনী হাজরার জীবন কাহিনী নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে মিউজিয়াম। তমলুকের আলিনান গ্রামের রয়েছে এই মিউজিয়াম। 

+
মাতঙ্গিনী

মাতঙ্গিনী হাজরা

তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী গৌরমময় অধ্যায় অবিভক্ত মেদিনীপুরের ইতিহাস। স্বাধীনতা সংগ্রামের অবিভক্ত মেদিনীপুরের নাম উঠে এলেই আসেন মাতঙ্গিনী হাজরা নাম। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উল্লেখ্যযোগ্য মাতঙ্গিনী হাজরার জীবন কাহিনী নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে মিউজিয়াম। তমলুকের আলিনান গ্রামের রয়েছে এই মিউজিয়াম। সংগ্রামের স্বাধীনতা আন্দোলন মেদিনীপুর জেলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিভক্ত মেদিনীপুর জেলার মহিলারাও স্বাধীনতা সংগ্রামী উল্লেখযোগ্য ভূমিকা রেখে গিয়েছেন। তাদের মধ্যে উজ্জ্বলতম নাম মাতঙ্গিনী হাজরা।
১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে ২৯ সেপ্টেম্বর তমলুক থানা দখল অভিযানে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মাতঙ্গিনী হাজরা পর পর ব্রিটিশ পুলিশের গুলির ঘায়ে আহত হয়ে লুটিয়ে পড়লেও, জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার অবদানের কথা অনস্বীকার্য৷ তাঁর বাসভূমি তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান এলাকাকে আগেই আদর্শ গ্রাম করা হয়েছে। বীরাঙ্গনার জীবন কাহিনী ও স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে আলিনান গ্রামে মাতঙ্গিনী হাজরার মিউজিয়াম ও মেমোরিয়াল গ্যালারি তৈরি হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে।
advertisement
advertisement
এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরার বর্তমান প্রজন্মেরা জানান, “স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরা নাম স্মরণীয় হয়ে আছে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে মাতঙ্গিনী হাজরার বাসস্থানে একটি মিউজিয়াম গড়ে তুলেছে।” এর পাশাপাশি আঞ্চলিক ইতিহাসবিদ জয়দেব মালাকার জানান, ‘মাতঙ্গিনী হাজরা তমলুকের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার সাহসিকতা অনুপ্রাণিত করেছিল হাজার হাজার মানুষকে। তার সাহসিকতার সাক্ষী আজও বহন করে চলেছে তমলুক।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাতঙ্গিনী হাজরা নাম ১৯৪২ সালের আগস্ট আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু ৪২ এর আগস্ট আন্দোলন নয়। তার আগে থেকেই প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। লবণ সত্যাগ্রহ আন্দোলন থেকে বিভিন্ন স্বদেশী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান উল্লেখ্যযোগ্য। কখনও সরাসরি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, আবার কখনও আন্দোলনের নেতাকর্মীদের প্রত্যক্ষভাবে সাহায্য করা। গান্ধি বুড়ি নামে খ্যাত এই মহিলা তমলুক তথা অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ব।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হাতের কাছেই সেই জায়গা, যেখানে মাতঙ্গিনী হাজরা 'জীবন্ত'! ঘুরতে গিয়েও অনেকেই অজান্তে করে ফেলেন মিস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement