Viagra: সঙ্গে বান্ধবী, মদের সঙ্গে দু'টি ভায়াগ্রা ট্যাবলেট খেলেন ব্যক্তি! পরের দিন সকালেই মারাত্মক কাণ্ড

Last Updated:

অস্ট্রেলিয়ার ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতে ভায়াগ্রার ব্যবহার আকছার হয়৷

নাগপুর: মদের সঙ্গে একসঙ্গে দু'টি ভায়াগ্রা ট্যাবলেট খেয়েছিলেন নাগপুরের বাসিন্দা ৪১ বছর বয়সি এক ব্যক্তি৷ যার জেরে মৃত্যু হল তাঁর৷ জার্নাল অফ ফরেন্সিক অ্যান্ড লিগাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাকে উল্লেখ করে একটি প্রতিবেদনে এমনই দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম৷ ওই মেডিক্যাল জার্নালের গবেষণায় দাবি করা হয়েছে, মস্তিষ্ক অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ার কারণেই মৃত্যু হয় ওই ব্যক্তির৷
ওই রিপোর্টে অনুযায়ী, একটি হোটেলে নিজের বান্ধবীর সঙ্গে উঠেছিলেন ওই ব্যক্তি৷ দু' জনে একসঙ্গে মদ্যপান করছিলেন৷ সেই সময়ই ৫০ মিলিগ্রামের দু'টি সিলডেনাফিল ট্যাবলেট খান ওই ব্যক্তি৷ বাজারে এই ট্যাবলেট ভায়াগ্রা নামেই বিক্রি হয়৷
advertisement
advertisement
পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ওই ব্যক্তি অস্বস্তি বোধ করতে থাকেন৷ তাঁর বমিও হতে শুরু করে৷ বান্ধবী তাঁকে চিকিৎসা করাতে বললেও তাকে গুরুত্ব দেননি তিনি৷ বান্ধবীকে ওই ব্যক্তি জানান, এ রকম তাঁর আগেও হয়েছে৷
কিন্তু এর পরে ওই ব্যক্তির শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ওই মেডিক্যাল জার্নালের গবেষণা পত্র অনুযায়ী, সেরিব্রোভাসক্যুলার হেমারেজের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়৷ যার অর্থ, মস্তিষ্কে অক্সিজেনের জোগান কমে যাওয়া৷
advertisement
ওই ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, আগে থেকেই ওই ব্যক্তির উচ্চ রক্তচাপ ছিল৷ তার সঙ্গে মদ এবং ওষুধের মিশ্রণই ওই ব্যক্তির মৃত্যুর মূল কারণ হয়ে দাঁড়ায়৷ মৃতের রক্তে মদের মাত্রা ছিল ০.১৮৬৷ যা অস্ট্রেলিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর নির্দিষ্ট মাত্রার প্রায় চার গুন বেশি৷
advertisement
অস্ট্রেলিয়ার ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতে ভায়াগ্রার ব্যবহার আকছার হয়৷ শারীরিক মিলনের ক্ষেত্রে সমস্যার জন্য ওষুধ হিসেবে ভায়াগ্রার ব্যবহার না করে অনেকেই দীর্ঘক্ষণ ধরে মিলনের লক্ষ্যে এই ওষুধ চিকিৎসকের কোনওরকম পরামর্শ ছাড়াই পুরুষরা ইচ্ছেখুশি মতো খেয়ে নিচ্ছেন৷
এ ক্ষেত্রেও মৃত ব্যক্তির কাছে কোনও প্রেস্ক্রিপশন ছিল না৷ ভায়াগ্রার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মাথাধরা, দীর্ঘস্থায়ী পেটের সমস্যা, রক্তচাপের সমস্যা, নাক বন্ধের মতো সমস্যা দেখা দিতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viagra: সঙ্গে বান্ধবী, মদের সঙ্গে দু'টি ভায়াগ্রা ট্যাবলেট খেলেন ব্যক্তি! পরের দিন সকালেই মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement