Why Sleeping Left: বাঁ দিকে ফিরে শোওয়ার অভ্যেস? ভুল করছেন না ঠিক? কী বলেন ডাক্তাররা? ভাল থাকতে সঠিক অভ্যাস জানুন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
কেউ চিৎ হয়ে ঘুমোন তো কেউ উপুড় হয়ে, কেউ বা পাশ ফিরে। কেউ ডান দিক ফিরে আবার কেউ বাম দিকে। নিজস্ব উপায়ে ঘুমায় মানুষ ছাড়া পশু পাখিরাও। কিন্তু ঘুমেরও কি কিছু নিয়ম আছে?
ঘুম প্রায় সকলেরই অতি প্রিয় একটা কাজ। পৃথিবীর প্রতিটি মানুষের ঘুমের স্টাইলটিও হয় আলাদা। সবাই তাঁর নিজের মতো করে এই সময়টি থাকতেই পছন্দ করেন। কেউ চিৎ হয়ে ঘুমোন তো কেউ উপুড় হয়ে, কেউ বা পাশ ফিরে। কেউ ডান দিক ফিরে আবার কেউ বাম দিকে। নিজস্ব উপায়ে ঘুমায় মানুষ ছাড়া পশু পাখিরাও। কিন্তু ঘুমেরও কি কিছু নিয়ম আছে? কোন নিয়মে লাভ কোনটিতে ক্ষতি? তা কী আমরা জানি? অজান্তে ভুল করে ফেলছি না তো? জানুন এখানে।
advertisement
.বিশেষজ্ঞরা কিন্তু বলছেন বাঁ দিক করে ঘুমোনো সবসময়ই উপকারী। বেশ কিছু উপকার রয়েছে এই একটি সাধারণ অভ্যাসের। যাঁরা উপুড় হয়ে, চিৎ হয়ে কিম্বা ডান কাত হয়ে ঘুমোন তাঁদের জন্য কিন্তু রয়েছে খারাপ খবর। চিকিৎসকদের মত বলছে, স্পষ্টতই, আমাদের সকলের বাম দিকে পাশ ফিরে ঘুমানো উচিত। কারণ বাঁ দিকে ঘুমানোর রয়েছে নিম্নলিখিত সুবিধা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement