Mahashivratri 2022: বাড়িতে মহাশিবরাত্রি পুজো করলে কী কী উপকরণ প্রয়োজন হবে? কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Mahashivratri 2022:দেবাদিদেব খুব সামান্য আয়োজনেই সন্তুষ্ট৷ দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় কী কী উপকরণ প্রয়োজন হয়
শিবভক্তদের কাছে মহাশিবরাত্রি তিথি এবং ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই দিনে ভক্তরা উপবাস এবং ধ্যান করেন৷ সারা দিন ধরে উপবাস রাখার পর রাতে নির্দিষ্ট সময়ে শিবের মাথায় জল দিয়ে তবেই উপবাস ভাঙা যায়৷ এই দিন শিব পার্বতীর বিয়ের তিথি হিসেবেও পালন করা হয়৷ মনে করা হয়, সব রীতিনীতি মেনে এদিন মহাদেবের পুজো করলে সব বাধাবিঘ্ন দূর হয়৷ দেবাদিদেব খুব সামান্য আয়োজনেই সন্তুষ্ট৷ দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় (Mahashivratri 2022) কী কী উপকরণ প্রয়োজন হয়-
শিবলিঙ্গ বা মহাদেবের ছবি
বসে পুজো করার জন্য একটি আসন
advertisement
প্রদীপ
সলতে
ঘণ্টা
কলস ও তামার পাত্র
পুজোর থালি
শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়
দেশলাই বাক্স
ধূপকাঠি
চন্দনবাটা
advertisement
ঘি
কর্পূর
সিঁদুর
বিল্বপত্র
বিভূতি
আকন্দফুল
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাস করবেন তো? এই নিয়মগুলি অবশ্যই মানুন
এই সামগ্রীগুলি রাখতেই হবে পুজো আরাধনায়৷ এ ছাড়াও আরও কিছু উপকরণ আছে, যেগুলিও রাখা যায়৷ সেগুলি হল-
ছোট পাত্র
advertisement
গোলাপজল
জায়ফল
আবির
ভাঙ
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷ যদি এক বার পুজো অর্পিত হয়, তাহলে চন্দনবাটা, দই, ঘি, মধু, চিনি, গোলাপজল দিয়ে পুজো করা যেতে পারে৷ যদি চার বার বা চার প্রহরে পুজো করা হয়, তাহলে জলাভিষেক হবে প্রথম প্রহরে৷ দ্বিতীয় প্রহরে দেওয়া হবে দই৷ তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে পুজো অর্চনা হবে মধু দিয়ে৷
Location :
First Published :
March 01, 2022 10:32 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mahashivratri 2022: বাড়িতে মহাশিবরাত্রি পুজো করলে কী কী উপকরণ প্রয়োজন হবে? কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন?