Mahashivratri 2022: বাড়িতে মহাশিবরাত্রি পুজো করলে কী কী উপকরণ প্রয়োজন হবে? কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন?

Last Updated:

Mahashivratri 2022:দেবাদিদেব খুব সামান্য আয়োজনেই সন্তুষ্ট৷ দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় কী কী উপকরণ প্রয়োজন হয়

মনে করা হয়, সব রীতিনীতি মেনে এদিন মহাদেবের পুজো করলে সব বাধাবিঘ্ন দূর হয়
মনে করা হয়, সব রীতিনীতি মেনে এদিন মহাদেবের পুজো করলে সব বাধাবিঘ্ন দূর হয়
শিবভক্তদের কাছে মহাশিবরাত্রি তিথি এবং ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই দিনে ভক্তরা উপবাস এবং ধ্যান করেন৷ সারা দিন ধরে উপবাস রাখার পর রাতে নির্দিষ্ট সময়ে শিবের মাথায় জল দিয়ে তবেই উপবাস ভাঙা যায়৷ এই দিন শিব পার্বতীর বিয়ের তিথি হিসেবেও পালন করা হয়৷ মনে করা হয়, সব রীতিনীতি মেনে এদিন মহাদেবের পুজো করলে সব বাধাবিঘ্ন দূর হয়৷ দেবাদিদেব খুব সামান্য আয়োজনেই সন্তুষ্ট৷ দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় (Mahashivratri 2022) কী কী উপকরণ প্রয়োজন হয়-
শিবলিঙ্গ বা মহাদেবের ছবি
বসে পুজো করার জন্য একটি আসন
advertisement
প্রদীপ
সলতে
ঘণ্টা
কলস ও তামার পাত্র
পুজোর থালি
শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়
দেশলাই বাক্স
ধূপকাঠি
চন্দনবাটা
advertisement
ঘি
কর্পূর
সিঁদুর
বিল্বপত্র
বিভূতি
আকন্দফুল
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাস করবেন তো? এই নিয়মগুলি অবশ্যই মানুন
এই সামগ্রীগুলি রাখতেই হবে পুজো আরাধনায়৷ এ ছাড়াও আরও কিছু উপকরণ আছে, যেগুলিও রাখা যায়৷ সেগুলি হল-
ছোট পাত্র
advertisement
গোলাপজল
জায়ফল
আবির
ভাঙ
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷ যদি এক বার পুজো অর্পিত হয়, তাহলে চন্দনবাটা, দই, ঘি, মধু, চিনি, গোলাপজল দিয়ে পুজো করা যেতে পারে৷ যদি চার বার বা চার প্রহরে পুজো করা হয়, তাহলে জলাভিষেক হবে প্রথম প্রহরে৷ দ্বিতীয় প্রহরে দেওয়া হবে দই৷ তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে পুজো অর্চনা হবে মধু দিয়ে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mahashivratri 2022: বাড়িতে মহাশিবরাত্রি পুজো করলে কী কী উপকরণ প্রয়োজন হবে? কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন?
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement