হোম /খবর /লাইফস্টাইল /
ঘরোয়া হেয়ার মাস্কেই ম্যাজিক! চুল ঝরে পড়া বন্ধ হবে নিমেষেই, জানুন

ঘরোয়া হেয়ার মাস্কেই ম্যাজিক! চুল ঝরে পড়া বন্ধ হবে নিমেষেই, জানুন

বাড়িতে তৈরি করা কিছু হেয়ার মাস্ক ব্যবহার করলে সহজেই চুল পড়া বন্ধ করা যেতে পারে।

  • Share this:

অকালে চুল ঝরে যাওয়া একটি মারাত্মক সমস্যা । বাজার থেকে কেনা নামী-দামি শ্যাম্পু বা তেল মাখলেও চুল ঝরে পড়া বন্ধ করা যায় না। সেক্ষেত্রে বাড়িতে তৈরি করা কিছু হেয়ার মাস্ক ব্যবহার করলে সহজেই চুল পড়া বন্ধ করা যেতে পারে।

বেশ কিছু ঘরোয়া উপাদান আছে যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই উপাদানগুলির মাস্ক ব্যবহার করলে চুলের বিভিন্ন সমস্যা সহজেই দূর হতে পারে। এইসমস্ত উপাদান আয়ুর্বেদিক পুষ্টিগুণে ভরা ও চুলে অত্যন্ত পুষ্টি জোগাতে পারে। আসুন জেনে নেওয়া যাক চুলের স্বাস্থ্য ভাল রাখতে কোন কোন হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে  পারে-

আরও পড়ুন: ঘন, লম্বা ও কালো চুল পাবেন সহজেই, ব্যবহার করুন পান পাতার হেয়ার মাস্ক

নিম পাতার হেয়ার মাস্ক-  চুলের স্বাস্থ্যের জন্য নিম পাতার হেয়ার মাস্ক তৈরি করা খুবই সহজ। নিম ভিটামিন-ই সমৃদ্ধ যা চুলকানি, খুশকি এবং পিম্পল ইত্যাদি থেকে মাথার ত্বককে রক্ষা করে এবং চুলকে ময়েশ্চারাইজ করতেও সহায়তা করে । চুল পড়া রোধে এই হেয়ার মাস্ক চমৎকার কাজ করে। এটি তৈরি করতে ১৩ থেকে ১৫টি নিম পাতা নিয়ে হালকা জল দিয়ে পেষ্ট করে নিতে হবে। এই পেস্টটিতে নারকেল তেল মেশাতে পারেন। এবার এই পেস্টটি ভাল করে মাথায় মেখে রাখতে হবে।

আরও পড়ুন: দুধ ছাড়াও ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করবে এই ৪ উপাদান, জানুন

ডিম ও দুধের হেয়া মাস্ক- একটি বড় ডিম নিয়ে তাতে  আধ কাপ দুধ ও ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে।  চাইলে এতে অলিভ অয়েল বা অন্য কোনও তেলও মেশানো যেতে পারে। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে । এই মাস্কটি চুলে প্রোটিন দিতে অত্যন্ত সহায়ক যা চুলের গোড়া মজবুত করে। এবং চুল পড়া রোধ করে।

কারি পাতার হেয়ার মাস্ক- কারি পাতা চুলে স্বাস্থ্য ভাল রাখতে অত্যন্ত সাহায্য করে। কারি পাতা চুল পড়া রোধ করতে অত্যন্ত সাহায্য করে। কারি পাতা চুলে ব্যবহার করতে হলে প্রথমে একটি পাত্রে বেশ কিছুটা নারকেল তেল নিয়ে তাতে ২ থেকে ৪টে কারি পাতা ভাল করে ফুটিয়ে নিতে হবে। এরপর এই তেল ভাল করে মাথায় মেখে রাখতে হবে । সপ্তাহে ২ দিন স্নানের আগে এই তেল ব্যবহার করতে পারেন।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Published by:Anulekha Kar
First published:

Tags: Hair Care, Hair Care Tips