কোজাগরী লক্ষ্মীপুজো করছেন? বাজারে যাওয়ার আগে সঠিক ফর্দটা জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি।
#কলকাতা: আজ ৯ অক্টোবর, রবিবার পড়েছে এ বছরের কোজাগরী লক্ষ্মীপুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি। যতই প্রবাদ বলুক, অর্থই অনর্থের মূল, অর্থ ছাড়া কেউ যে এক পা চলতে পারে না, সেকথা কে না জানে। তাই বাজারের সমস্ত উপকরণ অগ্নিমূল্য হলেও কষ্টেসৃষ্টে আজও হিন্দু বাড়িতে রীতি মেনে পুজো হয় দেবীর। আপনার বাড়িতেও লক্ষ্মীপুজো করেন?
কোজাগরী কথার অর্থ 'কে জাগে'?
পুরাণ মতে, এই পুজোর দিনে আগে সন্ধেয় সবার বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা হত। তারপর সবাই তাস, পাশা খেলে, গানবাজনা করে রাত জাগতেন। চঞ্চলা লক্ষ্মী কোনও কারণে বাড়িতে পা রাখলে তাঁকে নিজের বাড়িতে অচলা করার জন্যে। ব্রতকথাতেও বলা আছে, এই দিন পুজোর পর ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবীকে সারারাত জেগে স্মরণ করলে কৃপা লাভ সম্ভব। এখনকার দিনে সারা রাত হয়তো জাগা কারোর পক্ষেই সম্ভব নয়, তবে সন্ধেয় বেশিরভাগ বাড়িতেই কোজাগরীর পুজো হয়।
advertisement
আরও পড়ুন: আজ ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো, জানুন ধনদেবীকে তুষ্ট করার মন্ত্র
তবে পুজো যখন করবেন, শেষ মুহূর্তে মিলিয়ে নিন এই জিনিসগুলো আপনার ফর্দতে আছে কি না। সিঁদুর, অধিবাস ডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপ চাল, ঘটাচ্ছাদন গামছা ১টি, কুণ্ডহাঁড়ি ১টি, তেকাঠা ১টি, দর্পণ ১টি, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, সশীষ ডাব ১টি, তীর ৪টি, ফুল, দূর্ব্বা।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোয় দেদার খানাপিনায় ওজন বেড়েছে? চিয়া দানা খেলে তড়তড়িয়ে মেদ ঝরবে!
এছাড়া লাগে, আসনাঙ্গুরীয়ক ৩টি, মধুপর্কের বাটী ৩টি, দই, মধু, গব্যঘৃত, চিনি, নৈবেদ্য ৩টি, কুচা নৈবেদ্য ১টি, লক্ষ্মীর শাটী ১টি, নারায়ণের ধূতি ১টি, পেচক পূজার ধূতি ১টি, লোহা, শঙ্খ, সিঁদুরচুবড়ি, বালি, কাঠ, খোড়কে, ঘৃত এক পোয়া, হোমের বিল্বপত্র ২৮টি, ভোগের দ্রব্যাদি, কর্পূর, চিপিটক (চিঁড়া), নারকেল, পান, চানের মশলা, থালা ১টি, ঘটি ২টি, রচনা, ফুলমালা ১টি, চন্দ্রমালা ১টি, পূর্ণপাত্র ১টি এবং অবশ্যই দক্ষিণা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 9:55 AM IST