#কলকাতা: দুর্গাপুজো কাটিয়ে এবার ধনদেবী লক্ষ্মীর পুজো। রবিবার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো হবে। সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী বলা হয় লক্ষ্মীকে, সেই লক্ষ্যেই আরাধনা করা হয় তাঁকে। মা লক্ষ্মীকে ধনসম্পদের দেবী বলা হয়। কোজাগরীর দিন ঘরে ঘরে তাঁকে পুজো করা হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতেই লক্ষ্মীপুজো হয়। ধন, খ্যাতি, যশ, সুস্বাস্থ্যের জন্য কোজাগরী লক্ষ্মীপুজো করেন মানুষ।
হিন্দু শাস্ত্রমতে, লক্ষ্মীর কৃপা সম্পূর্ণ রূপে পেতে হলে এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মীপুজোর দিন করলে তিনি সন্তুষ্ট হন। লক্ষ্মী হলেন আদিশক্তির সেই রূপ, যিনি বিশ্বকে বস্তুগত সুখ প্রদান করেন। শাস্ত্রমতে সমৃদ্ধি, অর্থ, দ্রব্য, রত্ন এবং ধাতুর অধিপতি দেবীকে বলা হয় লক্ষ্মী। শাস্ত্রজ্ঞরা বলেন, লক্ষ্মী লাভের কিছু উপায় আছে, যা করলে তিনি প্রসন্ন হন এবং তার কৃপা বর্ষণ করেন।
আরও পড়ুন: পুজোয় দেদার খানাপিনায় ওজন বেড়েছে? চিয়া দানা খেলে তড়তড়িয়ে মেদ ঝরবে!
লক্ষ্মীপুজোর সময় উত্তর দিকে মুখ করে হলুদ আসনে বসুন। ন'টি তেলের বাতি জ্বালান। এরপর একটি থালায় স্বস্তিক তৈরি করে পুজো করুন। এর ফলে আর্থিক দিক থেকে অলৌকিক ফল পাবেন, এমনটাই মত। অর্থ সংকট থেকে মুক্তি পেতে, দেবীর পুজো করুন এবং প্রতিদিন পুজোর সময় দেবীর মূর্তির উপরে লবঙ্গ অর্পণ করুন।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনে হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
লক্ষ্মীপুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালি পড়ুন এবং ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায়। এই সকল তথ্য শাস্ত্রজ্ঞদের অনুমান ও সহজলভ্য তথ্যের ভিত্তিতে দেওয়া। নিউজ ১৮ বাংলা এগুলি নিশ্চিত বলতে পারে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।