আমেরিকা যাওয়ার স্বপ্ন? এক টুকরো 'আমাজন' জঙ্গলের স্বাদ পেতে পারেন জেলাতেই! জানলেই ছুটবেন এখন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram Tourism বেলপাহাড়ির গভীর অরণ্য, দলদলির জঙ্গল ও পাহাড়ি গ্রাম আমাজনের স্বাদ এনে দেয়, যেখানে রয়েছে ময়ূর, হাতি, সাপসহ নানা বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য!
বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: বেলপাহাড়ির খাঁদারানি, ঘাঘরা জলপ্রপাত, গারাসিনি পাহাড়,লালজল, কেতকিঝর্ণার নাম তো অনেক শুনেছেন জানেন এখানে আমাজনের মত গভীর অরণ্য রয়েছে। এবার দক্ষিণ আমেরিকার আমাজনের স্বাদ মিলবে জঙ্গলমহলে। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনের জঙ্গলকে, যেখানে রয়েছে নানা প্রজাতির গাছ ,পশু ,পাখি, সাপ, বিষাক্ত পোকামাকড় থেকে উদ্ভিদ।
গভীর জঙ্গলের পাশাপাশি পাবেন বৃষ্টির জলে পুষ্ট নদী এবং ঝিঁ ঝিঁ পোকার ডাক, নানা ধরনের পশু পাখির কলতানে মুখরিত এক নতুন অনুভূতি পাবেন এখানে এলে। বেলপাহাড়ির পাহাড়ি অঞ্চলের এই এলাকায় সেই সবই রয়েছে। অনেকই এখানের সাথে আমাজনের মিল খুঁজে পান। তাই স্থানীয় বাসিন্দারা একে আমাজনের জঙ্গল বলেন।
advertisement
advertisement
অনেকেরই এখনও অজানা বেলপাহাড়ির এই স্থানটি। শাল জঙ্গলের মাঝে পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তা। এক প্রকার কষ্ট করে প্রায় পাঁচ কিমি হেঁটে পৌঁছাতে হয়। বর্ষায় পরিস্থিতি হয় আরও ভয়ংকর। দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের দুর্গম অঞ্চলে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো একে বারে কষ্টসাধ্য। দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের স্বাদ নিতে এখন পর্যটকেরা আসছেন বেলপাহাড়ির এই গভীর অরণ্য। চাঁদের পাহাড় সিনেমাটি শুটিং হয়েছিল আমাজনের গভীর জঙ্গলে। পূর্ণিমার রাতে এলে পাহাড়ি পথে সেই দৃশ্য আপনার সামনে ভেসে উঠবে। বেলপাহাড়ির গভীর অরণ্যের মধ্যে অবস্থিত এই গ্রামটিতে পৌঁছানোর ক্ষেত্রে। আপনাকে এই স্থানটিতে পৌঁছাতে গেলে নিতে হবে গাইডের সাহায্য না হলে পথ হারিয়ে ফেলবেন এটা নিশ্চিত।
advertisement
কোথায় রয়েছে এই গভীর অরণ্য জানেন। আর কিভাবেই বা যাবেন? বেলপাহাড়ির আমাজনে। বেলপাহাড়ি থেকে প্রথমে তামা জুড়ি গ্ৰাম। সেখান থেকে বাঁদিকে বেঁকে জামজুরকির রাস্তা ধরতে হবে। কিছুটা যাওয়ার পরেই আদারগেড়িয়া নামে ঠিক একটি গ্ৰাম পাওয়া যাবে। সেখান থেকে আপনাকে ডানদিকের রাস্তায় টানা ৪কিমি খাড়া পাথুরে রাস্তার মধ্যে যেতে হবে। পাবেন বেশ কয়েকটি ছোট ছোট নদী। পূর্ণিমার রাতে এই রাস্তা দিয়ে এলে অফুরন্ত শান্তি পাবেন। চারিদিকে বিরাজ করবে নিস্তব্ধতা। তুখোড় বাইক চালক ছাড়া বাইক নিয়ে যাওয়া সম্ভবপর হবে না, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এর থেকে মনোরম স্থান পাওয়া অসম্ভব। ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে ময়ূর ও ময়ূরীর।
advertisement
বেলপাহাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার উঁচুতে অবস্থিত এই গ্রামটি, এই গভীর অরণ্যের মধ্যেই রয়েছে মাত্র ৩০ টি ঘর। দলদলির জঙ্গলে পৌঁছানো টাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। চারিদিকে রয়েছে শাল, মহুয়ার গভীর অরণ্য আর তার মাঝে নুড়ি , কাঁকর ও বোল্ডার দিয়ে বানানো রাস্তা। নামের মতো এখানে যেতে গেলে দলা দলি করে যেতে হবে। এক পলকেই মনে হবে আপনি চলে এসেছেন আমাজনের জঙ্গলে। দলদলির জঙ্গলে ময়ূর, বানর, বিভিন্ন প্রকার সাপ, ভালুক, হাতি, শেয়াল, নানা প্রজাতির মশা ও কীটপতঙ্গ এছাড়াও মিলবে নানা প্রকারের পশুপাখির। বর্ষার সময় এখানকার নদীগুলিতে জল থাকে অন্য সময় এলে হয়ত নিরাশ হতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
October 14, 2025 11:41 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আমেরিকা যাওয়ার স্বপ্ন? এক টুকরো 'আমাজন' জঙ্গলের স্বাদ পেতে পারেন জেলাতেই! জানলেই ছুটবেন এখন