Birbhum Bribe '৭০ হাজার না দিলে গাড়ি ছাড়ব না!' পুলিশের ঘুষকাণ্ডে ফাঁসলেন দুই অফিসার...বীরভূমে তোলপাড়!

Last Updated:

পুলিশের তোলাবাজির অভিযোগে উত্তাল বীরভূম, দু'ই অফিসার সাসপেন্ড। ট্রাক অ্যাসোসিয়েশনের প্রেস মিটে বিস্ফোরক অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ পুলিশের!

মহম্মদবাজার থানা
মহম্মদবাজার থানা
সুদীপ্ত গড়াই, বীরভূম: বীরভূম জেলার পরিবহণ মহলে তোলপাড়। পুলিশের তোলাবাজির অভিযোগ ঘিরে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রেস মিট করে বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক আনাশ আহমেদ সরাসরি অভিযোগ তোলেন মহম্মদবাজার থানার দুই পুলিশ আধিকারিক এএসআই শাইফুল ইসলাম এবং কিরণ মন্ডলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা ট্রাক মালিকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করেছেন (Birbhum Bribe)।
advertisement
আনাশ আহমেদ জানান, “গত ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আমাদের এক ট্রাক মালিক ইন্দ্রাদুল হোসেনের দু’টি ট্রাক পুলিশ ধরে। পরে কোর্ট থেকে রিলিজ অর্ডার হলেও সংশ্লিষ্ট দু’ই আধিকারিক ফোনে চাপ সৃষ্টি করে বলে দু’টি ট্রাকের জন্য ৭০ হাজার টাকা করে দিতে হবে, নইলে এনওসি দেওয়া হবে না।” তিনি আরও দাবি করেন, “এই দাবি প্রমাণের জন্য আমাদের কাছে ফোনালাপের অডিও ও টাকাপ্রদানের ভিডিও ক্লিপ রয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এএসআই শাইফুল ইসলাম ও কিরণ মন্ডল নিজে হাতে টাকা নিচ্ছেন।”
advertisement
ট্রাক মালিক ইন্দ্রাদুল হোসেন বলেন, “আমার একসময় ২৬টা ট্রাক ছিল, এখন তিনটেই ঠেকেছে। তার মধ্যে দু’টোই পুলিশ ধরেছে। কোর্টে রিলিজের আগে ৭০ হাজার টাকা দাবি করে। আমি অনুনয় করলেও শেষে ৬০ হাজার টাকা করে দিতে হয়। শাইফুল ইসলাম নিজের হাতে টাকা নেয়। তার ভিডিও আমি লুকিয়ে তুলেছি।”
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরও বলেন, “আমরা এই ঘটনার লিখিত অভিযোগ ডিএম, এসপি, ডিআরজি স্যার, ডিজি স্যার এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাব। প্রশাসনের যাঁরা রক্ষক, তাঁরা যদি ভক্ষকে পরিণত হন, তাহলে আমাদের অন্য রাস্তা নেই।” তিনি আরও অভিযোগ করেন, মহম্মদবাজার থানার আইসি প্রসেনজিৎ ঘোষ-এর নেতৃত্বে এক চক্র চলছে, যার সঙ্গে যুক্ত শফিকুল ইসলাম ও কিরণ মন্ডল। এই চক্রের মাধ্যমেই টাকা আদায়ের র‍্যাকেট চালানো হচ্ছে বলে দাবি তাঁর।
advertisement
এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে বীরভূম জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতি প্রকাশ করে বলেন, “সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে যেখানে মহম্মদবাজার থানার দু’ই অফিসারকে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। তাদের তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বীরভূম জেলা পুলিশ এই ধরনের কাজের কঠোর নিন্দা করে ও স্পষ্টভাবে জানাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Bribe '৭০ হাজার না দিলে গাড়ি ছাড়ব না!' পুলিশের ঘুষকাণ্ডে ফাঁসলেন দুই অফিসার...বীরভূমে তোলপাড়!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement