মাদ্রাজের মিষ্টি ম্যাজিক! বৈশাখের এই আমপ্রেমে ভাসছে জলপাইগুড়ি...দেখলেই জিভে জল আসবে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Sweet Magic Mango: আমেই মজেছে আম জনতা! জলপাইগুড়ির বাজারে আমের ছড়াছড়ি। দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বৈশাখ পড়তেই জলপাইগুড়ির বাজারে জোয়ার এসেছে আমের!
জলপাইগুড়ি: আমেই মজেছে আম জনতা! জলপাইগুড়ির বাজারে আমের ছড়াছড়ি। দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।বৈশাখ পড়তেই জলপাইগুড়ির বাজারে জোয়ার এসেছে আমের। যদিও বাংলার নিজস্ব আম এখনও বাজারে আসেনি, তাতে আমপ্রেমীদের উৎসাহে একটুও ভাটা পড়েনি। বাজার দখল করে নিয়েছে মাদ্রাজের আম। পারকুমেন্ট, বেগুফুলিয়া সহ নানা ধরনের দক্ষিণী আম এখন বিকোচ্ছে দেদার।\
advertisement
দামও এখনও মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে। প্রতি কেজি আম মিলছে ৮০ থেকে ১০০ বা ১২০ টাকায়। বিক্রেতারা জানাচ্ছেন, মাদ্রাজের এই আম টক নয়, বরং রসালো ও মিষ্টি, যা ক্রেতাদের মন জয় করে নিচ্ছে। অনেকেই বলছেন, বৈশাখের শুরুতেই এমন ভালো মানের আম পেয়ে তাঁরা দারুণ খুশি। বাজার ঘুরে দেখা গেল, আম কেনার জন্য ভিড় জমিয়েছেন ক্রেতারা। গ্রীষ্মের প্রথম স্পর্শেই আমের স্বাদ পেতে ছুটে এসেছেন বহু মানুষ।
advertisement
এদিকে, এক বিক্রেতার কথায়, \”বাংলার আম এখনও আসেনি, তবে মাদ্রাজের আমেই বাজার গরম। পরে যখন বাংলার হিমসাগর বা ল্যাংড়া আসবে, তখন দাম আরও কমবে।\” মোটামুটি ভাবে দিনে প্রায় ৭০-৮০ কিলো আম বিক্রি হচ্ছে বলেই জানান বিক্রেতাদের একাংশ। এতে যেমন খুশি বিক্রেতারা তেমন আমের স্বাদ পেয়ে হাসি ফুটেছে ক্রেতাদের মুখেও । প্রথম দফার গরমে আমের এমন রসালো আগমনে খুশি আমজনতা। এখন অপেক্ষা, কবে বাংলার নিজস্ব মিষ্টি সুবাসময় আম বাজারে আসে আর বৈশাখের দুপুর আরও হয়ে ওঠে মধুময়!
advertisement
সুরজিৎ দে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 7:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাদ্রাজের মিষ্টি ম্যাজিক! বৈশাখের এই আমপ্রেমে ভাসছে জলপাইগুড়ি...দেখলেই জিভে জল আসবে!
