International Women's day 2022: বিজ্ঞানী থেকে মেকানিক, নারী দিবসে সমস্ত ক্ষেত্রের মহিলাদের এক সুতোয় বাঁধল গুগল ডুডল!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
International Women's Day Google Doodle: ১৯১১ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে বিশ্বে।
#নয়াদিল্লি: বিশ্বজুড়ে পালিত হচ্ছে International Women's day! বিশ্বের মহিলাদের সমানাধিকার ও নারী আন্দোলনের ইতিহাসকে আরও একবার সামনে নিয়ে আসতে বিশেষ ডুডল (International Women's Day Google Doodle) তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল। আজ একটি বিশেষ ডুডল দিয়ে আন্তর্জাতিক নারী দিবস (International Women's day 2022) উদযাপন করছে গুগল। গৃহকর্মী থেকে বিজ্ঞানী, সমাজে নারীদের বৈচিত্র্যময় ভূমিকাকেই তুলে ধরা হয়েছে ডুডলের অ্যানিমেটেড (International Women's day 2022) ভিডিওতে।
অ্যানিমেটেড ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে ল্যাপটপে নিজের কাজে ব্যস্ত এক মা। পাশাপাশি নিজের সন্তানের যত্নও নিচ্ছেন ওই কর্মরতা মা, একজন মহিলা গাছে জল দিচ্ছেন, একজন মহিলা এক হাসপাতালে অস্ত্রোপচার সামলাচ্ছেন এবং আরও অনেক ভূমিকাতেই দেখা যাচ্ছে মহিলাদের। আন্তর্জাতিক নারী দিবসের (International Women's day 2022) এই বিশেষ ডুডলটি তৈরি করেছেন ডুডল আর্ট ডিরেক্টর থোকা মেয়ার (Doodle Art Director Thoka Maer) ৷
advertisement
advertisement
প্রতি বছর, বিশ্বব্যাপী নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women's day 2022) উদযাপিত হয়। ২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের থিম হল “দীর্ঘমেয়াদি আগামীর জন্য আজকে লিঙ্গসাম্য (gender equality today for a sustainable tomorrow)।”
advertisement
“বাড়ির একজন মা থেকে শুরু করে একজন মোটরসাইকেল মেকানিক, পরবর্তী প্রজন্মকে তাঁর দক্ষতা শিখিয়ে যাচ্ছেন মায়েরা। আজকের ডুডলে প্রত্যেক নারী কীভাবে নিজেদের, তাঁদের পরিবার এবং তাঁদের সম্প্রদায়ের জন্য কাজ করছেন সেই সমস্ত ভূমিকাকেই সংযুক্ত করে দেখান হয়েছে৷ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা৷” গুগল ডুডল (International Women's Day Google Doodle) পেজে একটি বিবৃতিতে জানিয়েছে গুগল।
advertisement
আন্তর্জাতিক নারী দিবসের লক্ষ্য হল বিভিন্ন ক্ষেত্রে নারীদের অধিকার ও ভূমিকাকেই তুলে ধরা এবং স্বীকৃতি দেওয়া। পাশাপাশি এখনও সমাজে ঘায়ের মতো থেকে যাওয়া লিঙ্গ বৈষম্য সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করাও এর লক্ষ্য। ১৯১১ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে বিশ্বে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 12:26 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
International Women's day 2022: বিজ্ঞানী থেকে মেকানিক, নারী দিবসে সমস্ত ক্ষেত্রের মহিলাদের এক সুতোয় বাঁধল গুগল ডুডল!