হোম » ছবি » লাইফস্টাইল » পোষ্যদের ছেড়ে যেতে চাইছেন না ইউক্রেনীয়রা! যুদ্ধবিধ্বস্ত দেশে ভাইরাল পোষ্যদের ছবি
Russia Ukraine Crisis: পোষ্যদের ছেড়ে যেতে চাইছেন না ইউক্রেনীয়রা! যুদ্ধবিধ্বস্ত দেশে ভাইরাল পোষ্যদের ছবি
Madhurima Dutta
1/ 11
অসংখ্য পোষ্যের মালিক নিজের জীবনের ঝুঁকি নিয়েও পোষা প্রাণীকে সঙ্গে আঁকড়ে রেখেছেন। এমনই একজন পোষ্যের অভিভাবক ছিলেন ভারতীয় ছাত্র ঋষভ কৌশিক যিনি তাঁর পোষা কুকুর মালিবুকে ছাড়া ভারতে ফিরতে অস্বীকার করেছিলেন।
2/ 11
ঋষভ সম্প্রতি তাঁর কুকুরের সঙ্গে ইউক্রেন-হাঙ্গেরিয়ান সীমান্ত অতিক্রম করেছেন যেখান থেকে তিনি দেশে ফিরে আসবেন।
3/ 11
পোলতাভায় এমবিবিএসের শেষ বর্ষের ছাত্রী তনুজা প্যাটেলও একই সমস্যায়। পোষা কুকুরের সঙ্গে রোমানিয়া পৌঁছেছেন ঠিকই কিন্তু পোষা কুকুরটিকেও অনুমতি না দেওয়া পর্যন্ত ভারতের বিমানে উঠতে অস্বীকার করেছেন তিনিও।
4/ 11
যারা দেশ ছেড়ে পালাতে পারছেন না তারা বম্ব শেল্টার, মেট্রো এবং সাবওয়েতে লুকিয়ে থাকার জায়গা খুঁজছেন।
5/ 11
অনেকেই নিজেদের পোষা প্রাণীর সঙ্গেই আটকে রয়েছেন বাঙ্কারে। পোষ্য প্রাণীদের সঙ্গে লুকিয়ে থাকার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
6/ 11
এই মানবিক সংকট কেবল জীবিকা এবং জীবনকেই ধ্বংস করেনি অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে অসংখ্য পোষ্য প্রাণীকেও।
7/ 11
ভালোবাসার টানা পোষ্যদের ছেড়ে পালানোর কথা ভাবতেও পারছেন না অনেকে, আবার পোষ্যকে সঙ্গে নিয়ে পালানো বা ওদের খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করাও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে।
8/ 11
স্থানীয় ইউক্রেনীয়রাও পোষ্যদের ফেলে প্রতিবেশী দেশে আশ্রয় খুঁজতে যেতে নারাজ।
9/ 11
ফলস্বরূপ, হাজার হাজার পোষ্য এখন ইউক্রেনের রাস্তায় এবং পশুর আশ্রয়কেন্দ্রেও টান পড়েছে খাবারে।
10/ 11
বেশ কয়েকটি প্রাণী কল্যাণ সংস্থা পোষ্যদের খাবার এবং আশ্রয় দেওয়ার জন্য দিবারাত্র কাজ করে চলেছে।
11/ 11
এই অনিশ্চয়তার শেষ কোথায়? প্রশ্নগুলো সহজ, উত্তরটাই হয়তো অজানা!
Russia Ukraine Crisis: পোষ্যদের ছেড়ে যেতে চাইছেন না ইউক্রেনীয়রা! যুদ্ধবিধ্বস্ত দেশে ভাইরাল পোষ্যদের ছবি
অসংখ্য পোষ্যের মালিক নিজের জীবনের ঝুঁকি নিয়েও পোষা প্রাণীকে সঙ্গে আঁকড়ে রেখেছেন। এমনই একজন পোষ্যের অভিভাবক ছিলেন ভারতীয় ছাত্র ঋষভ কৌশিক যিনি তাঁর পোষা কুকুর মালিবুকে ছাড়া ভারতে ফিরতে অস্বীকার করেছিলেন।
Russia Ukraine Crisis: পোষ্যদের ছেড়ে যেতে চাইছেন না ইউক্রেনীয়রা! যুদ্ধবিধ্বস্ত দেশে ভাইরাল পোষ্যদের ছবি
পোলতাভায় এমবিবিএসের শেষ বর্ষের ছাত্রী তনুজা প্যাটেলও একই সমস্যায়। পোষা কুকুরের সঙ্গে রোমানিয়া পৌঁছেছেন ঠিকই কিন্তু পোষা কুকুরটিকেও অনুমতি না দেওয়া পর্যন্ত ভারতের বিমানে উঠতে অস্বীকার করেছেন তিনিও।
Russia Ukraine Crisis: পোষ্যদের ছেড়ে যেতে চাইছেন না ইউক্রেনীয়রা! যুদ্ধবিধ্বস্ত দেশে ভাইরাল পোষ্যদের ছবি
ভালোবাসার টানা পোষ্যদের ছেড়ে পালানোর কথা ভাবতেও পারছেন না অনেকে, আবার পোষ্যকে সঙ্গে নিয়ে পালানো বা ওদের খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করাও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে।