China Rose Gardening Tips: জবা গাছের পোকার আক্রমণ! ফুল ফুটছে না! শুধু করুন এই কাজ, বাগান একদম ভরে যাবে
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
China Rose Gardening Tips: অধিক ফুল পেতে গাছের গোড়ায় এখন মাটি খুঁড়ে আলগা করে ভিটামিন প্রয়োগ করতে হবে। এছাড়াও গাছের নিয়মিত স্প্রে করতে হবে ভিটামিন।
মালদহ: কালীপুজোর বাজারে চাহিদা বাড়ছে জবা ফুলের। কিন্তু এখন শীতের শুরুতে ফুল তুলনায় কম ফুটছে বাগানে। অনেকেই জবা ফুলের বাগান তৈরি করেন ফুল বিক্রির জন্য। কারণ এই ফুল চাষ অনেকটাই লাভজনক। সারা বছর বাজারে চাহিদা থাকে। দুর্গাপুজা থেকে কালীপুজো পর্যন্ত এই ফুলের চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পায়। কিন্তু অনেক সময় দেখা যায় কীট পতঙ্গের আক্রমণে ফুল কম ফোটে। আবার শীত শুরু হলে ফুল কম হয় গাছে। তাই এই সময় জবা গাছের অধিক ফুল পেতে সঠিক পরিচর্যা প্রয়োজন। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে জবা ফুল চাষ করছেন মালদহের ফুল চাষী নকুল মণ্ডল। তিনি বলছেন, এই সময় ফুল গাছের সঠিক পরিচর্যা প্রয়োজন। অধিক ফুল পেতে গাছের গোড়ায় এখন মাটি খুঁড়ে আলগা করে ভিটামিন প্রয়োগ করতে হবে। এছাড়াও গাছের নিয়মিত স্প্রে করতে হবে ভিটামিন। এই ভিটামিন প্রয়োগ করলে শীতেও জবা ফুটবে। অধিক পরিমাণে ফুল ফুটবে।
বাজারে এখন চাহিদা রয়েছে। সেই মতো যোগান দেওয়া সম্ভব হবে। আবার অনেক সময় দেখা যায়, গাছের ডগায় পোকার আক্রমণ। মূলত দুই ধরনের পোকা জবা গাছে আক্রমণ করে। এই পোকাগুলি ফুল ফোটার পক্ষে ক্ষতিকর। তাই পোকা এবং অন্যান্য কীটপতঙ্গের হাত থেকে গাছকে রক্ষা করতে হলে নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হবে। নিয়মিত গাছে নজরদারি চালাতে হবে। ফুল চাষী নকুল মণ্ডল বলেন, গাছের নিয়মিত পরিচর্যা প্রয়োজন। বছরে দুই থেকে তিনবার ভিটামিন প্রয়োগ করতে হবে। এছাড়াও বাগানের একটি থেকে দুটি পোকা দেখা দিলেই কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলেই জবা গাছ ভাল থাকবে। ফুল ভাল ফুটবে।
advertisement
জবা গাছ আকারে অনেকটাই বড় হয়। তাই গাছের কোন অংশে পোকা দেখা দেওয়া মাত্রই দ্রুত কীটনাশক প্রয়োগ করতে হবে। তা না হলে বাগান জুড়ে ছড়িয়ে পড়বে ক্ষতিকর এই পোকাগুলি। গাছের ডগা নষ্ট করে দেয়। ফলে পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটতে পারে না। তাই মাঝেমধ্যেই গাছে এই পোকা মারার কীটনাশক প্রয়োগ করতে হবে। নিয়মিত কীটনাশক এবং ভিটামিন প্রয়োগ করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে।
advertisement
advertisement
শীতের মরশুমেও অধিক পরিমাণে জবা ফুল ফুটবে। শুধু তাই নয়, সারা বছর গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। মালদহের মোথাবাড়ির ফুল চাষী নকুল মণ্ডল এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে জবা চাষ করে বছরভর ভাল রোজগার করছেন। তিনি প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার ফুল পাচ্ছেন বাগানে। এখন বাজারে যেমন চাহিদা রয়েছে, তেমনই দামও ভাল রয়েছে।
advertisement
হরষিত সিংহ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2024 4:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
China Rose Gardening Tips: জবা গাছের পোকার আক্রমণ! ফুল ফুটছে না! শুধু করুন এই কাজ, বাগান একদম ভরে যাবে








