Summer Hair Care: গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সামান্য এই দুটি জিনিসে

Last Updated:

Summer Hair Care: সব মিলিয়ে চুলের ক্ষতি আটকানো যায় না৷ গরমে চুলের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করুন ধনেপাতা এবং মধুর প্যাক৷

Summer Hair Care
Summer Hair Care
Summer Hair Care: গরমকালের হাত ধরেই হাজির হয় চুল সংক্রান্ত একগুচ্ছ সমস্যা৷ এ সময়ে অসহনীয় উত্তাপ, আর্দ্রতা, ঘাম, দূষণের জেরে চুলের ক্ষতি হয়৷ পুষ্টির অভাবে চুল নিষ্প্রাণ দেখতে লাগে৷ সব মিলিয়ে চুলের ক্ষতি আটকানো যায় না৷ গরমে চুলের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করুন ধনেপাতা এবং মধুর প্যাক৷ বাজারে ধনেপাতা পাওয়া কষ্টকর এখন, সেটা ঠিকই৷ কিন্তু একটু খুঁজলে এখনও পেয়ে যাবেন৷ ধনেপাতায় আছে ভিটামিন এ, বি, বি-১২ এবং ভিটামিন ডি৷ প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে ধনেপাতা৷ অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য থাকায় মসৃণতা বৃদ্ধি করে চুল ভাল রাখে এই প্যাক৷
আরও পড়ুন : কাজের জন্য শ্রীলঙ্কা যেতেই হবে আপনাকে? বিপদ এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলি
অন্যদিকে মধু চুল মসৃণ করে৷ এতে আছে ইমোলিয়েন্ট এবং হিউমেকট্যান্ট জাতীয় উপাদান৷ মধুর গুণে চুল মসৃণ থাকে৷ চুলের জেল্লাও ফিরে আসে৷
advertisement
advertisement
একটা পাত্রে ধনেপাতা নিন৷ শিকড় বাদ দিয়ে শুধু পাতা নেবেন৷ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন৷ জলের সঙ্গে দিয়ে ধনেপাতা পিষে পেস্ট তৈরি করুন৷ এর পর তাতে মধু ও নারকেল তেল মেশান৷ এর ফলে মিহি পেস্ট তৈরি হবে৷ তার পর একটা ব্রাশের সাহায্যে চুলে ভাল করে এই মিশ্রণ লাগান৷ স্ক্যাল্পেও এই মিশ্রণ লাগাতে ভুলবেন না৷ চুলের গোড়ায় আঙুলের হাল্কা চাপে এই মিশ্রণ মালিশ করুন৷ ১০ মিনিট মালিশ করার পর ডিসপোজেবল শাওয়ার ক্যাপ পরুন৷ আধঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন৷ সেরা ফল পেতে সপ্তাহে দু’বার এই টোটকা ব্যবহার করুন৷
advertisement
( প্রচলিত ব্যবহারবিধি অনুসরণ করে এই হেল্থ টিপস দেওয়া হয়েছে৷ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়৷)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Hair Care: গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সামান্য এই দুটি জিনিসে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement