প্রাচীন গ্রিসে প্রেম ও যৌনতার দেবী ছিলেন অ্যাফ্রোদিতি বা অ্যাফ্রোডাইট৷ যে সব খাবার লিবিডো বা যৌনক্ষুধা বাড়িয়ে তোলে তাদের বলা হয় ‘অ্যাফ্রোডিসিয়াক ফুড’৷ (Aphrodisiac Foods)
2/ 10
যুগে যুগে বিভিন্ন সভ্যতায় এই খাবার পাল্টে গিয়েছে৷ বেশ কিছু ভারতীয় মশলারও এই গুণ আছে৷
3/ 10
মেথিদানায় থাকে স্যাপোনিন্স৷ শরীরে টেস্টোটেরন হরমোনের পরিমাণ বাড়িয়ে তোলে এই উপাদান৷ পুরুষদের যৌনক্ষুধা বাড়াতে এই হরমোন গুরুত্বপূর্ণ৷
4/ 10
কর্মশক্তি বাড়িয়ে ক্লান্তি কমায় ছোট এলাচ৷ এই মশলার গুণে রোমাঞ্চে ভরে ওঠে যৌনজীবন৷
5/ 10
মৌরিদানার অন্যতম উপকরণ এস্টিরোল বাড়িয়ে তোলে যৌনখিদে৷ স্বাদের পাশাপাশি সম্পর্কেও আনে মশলার ছোঁয়া৷
6/ 10
লবঙ্গের গুণে শরীর গরম হয়ে ওঠে৷ তাই লিবিডো বৃদ্ধিতে লবঙ্গও ব্যবহৃত হয়৷
7/ 10
যৌনশক্তি বর্ধক হিসেবে কেশরের ব্যবহার সুপ্রাচীন৷ তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ দুধে সামান্য কেশর মিশিয়ে খাওয়া হত৷ পুরুষদের ক্ষেত্রে এই রীতি এখনও বহমান বহু পরিবারে৷
8/ 10
অ্যাফ্রোডিসিয়াক খাবার হিসেবে সুপুরি জুড়িহীন৷ এই অনুষঙ্গে বার বার পান সুপুরির প্রসঙ্গ আলোচিত হয়ে এসেছে৷
9/ 10
প্রাচীন রীতি অনুযায়ী, লঙ্কার সঙ্গে রসুন মিশিয়ে খেলে যৌনশক্তি বৃদ্ধি পায় এবং দীর্ঘস্থায়ী হয়৷ রসুনের খোসা ছাড়িয়ে মাখনে ভেজে খাওয়া যেতে পারে৷
10/ 10
যৌনতার খিদে বৃদ্ধি করে যৌনক্রীড়াতেও পারদর্শী করে তোলার গুণ আছে আদা