Home Decoration: নতুন বছরে অল্প খরচে খুব সহজেই সাজিয়ে ফেলুন ঘর! রইল টিপস

Last Updated:

নিজের বাড়ি সুন্দরভাবে সাজানোর জন্য বর্তমানে অনেকেই বহু টাকা খরচ করে থাকেন। তবে সঠিক ভাবে এবং কম খরচেও সুন্দর ভাবে সাজানো যায় ঘর তাও আবার গাছ দিয়ে।

+
নতুন

নতুন বছরের ঘর সাজানোর টিপস

কোচবিহার: নিজের বাড়ি সুন্দরভাবে সাজানোর জন্য বর্তমানে অনেকেই বহু টাকা খরচ করে থাকেন। তবে বেশির ভাগ মানুষ বাড়ির অভ্যন্তরীণ অংশে নজর দেন না। তবে গাছপালা দিয়ে ঘর সাজানো যেতে পারে। সেটা লিভিং রুমে একটি লম্বা পাতাযুক্ত গাছ রাখা যেতে পারে। এছাড়া বেডরুমের জন্য কম আলোযুক্ত গাছপালা অথবা ক্যাকটাস জাতীয় গাছ। যেকোনও ধরনের গাছ খুব সহজেই ঘরের ভেতরের রূপকে সুন্দর করে তোলে।
কোচবিহারের এক গৃহ সজ্জা বিশেষজ্ঞ করবী রায় জানান, “কোন গাছটি ঘরের জন্য সঠিক হবে এবং কোন গাছটি হবে না। সেটা বুঝে নিতে হবে নিজেকেই। জীবন শৈলী এবং স্থান অনুসারে গাছপালা কীভাবে সাজাবেন তা কিন্তু খুবই সহজ ৷ প্রথম বিষয়টি হল যে জায়গাটি সাজানো হচ্ছে, তার উপর নির্ভর করে ৷ ঘরটি কতটা আলো পায় অথবা ঘরটি কতটা খোলামেলা৷ একটি পাত্রে রাখা কিংবা সিলিং থেকে ঝুলিয়েও রাখা যায় গাছ। প্রতিনিয়ত গাছে জল দেওয়া এবং পরচর্চা করা সমস্যার কারণ হতে পারে৷ সেজন্য দ্বিধাগ্রস্ত হবেন না গাছ রাখার ব্যাপারে। যেই গাছ ঘরের ভেতরের পরিবেশে সুন্দর মানিয়ে নেয়। সেই ধরনের গাছ রাখুন। একটি সাধারণ ডাইনিং টেবিলের সেন্টার পিস দিয়েও সাজানো যায় ঘর।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “বেডরুমের জানালার কাছে সবুজ গাছপালা ঝুলিয়ে ঘরটিতে ফোকাল পয়েন্ট তৈরি করুন। নাইটস্ট্যান্ড বা ড্রেসারের উপরে অতিরিক্ত জায়গা না নিয়ে গাছপালা রাখার এটি ভাল উপায়। এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। কিছু গাছ যেমন ল্যাভেন্ডার, রাবার, ড্রাকেনা এগুলি বায়ু বিশুদ্ধ করতে পারে। তবে একটা কথা বলাই যায়। ঘর সাজানোর জন্য নতুন নতুন জিনিস না কেনা উচিত। পুরনো জিনিসকে একটু নতুন রূপে স্থান দেওয়া যেতেই পারে ঘরের মধ্যে। এতে খরচ যেমনি কমবে। তেমনি জিনিসগুলি কাজে আসবে অনেকটাই।” তবে নতুন বছরে ঘর সাজাতে এই পদ্ধতি মানলে কম খরচেই ঘর হয়ে উঠিবে সুন্দর ও আকর্ষণীয়।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Decoration: নতুন বছরে অল্প খরচে খুব সহজেই সাজিয়ে ফেলুন ঘর! রইল টিপস
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement