Tourist Spots: বছর শেষ একদিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? কলকাতা থেকে খুব কাছে, দেখে আসুন নবাবের মুক্ত চাষের এলাকা
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
মুর্শিদাবাদ মানেই ইতিহাস। সেই নবাবি স্থাপত্যই হোক কিংবা শশাঙ্কের রাজধানীই হোক। তবে আজ কিন্তু চেনা হাজারদুয়ারী বা ইমামবাড়ার কথা নয়, রয়েছে মতিঝিল পার্কের গল্প।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মানেই ইতিহাস। সেই নবাবি স্থাপত্যই হোক কিংবা শশাঙ্কের রাজধানীই হোক। তবে আজ কিন্তু চেনা হাজারদুয়ারী বা ইমামবাড়ার কথা নয়, রয়েছে মতিঝিল পার্কের গল্প। ৩৫০ একর হ্রদটিতে নবাবি আমলে ব্যাপক মুক্তো চাষ হত এর থেকেই এই জায়গার নামকরণ হয়। বড় দিনের পর থেকেই ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্যটকদের যেমন ভিড় ঠিক তেমনই আছে পিকনিকের আমেজ।
কথিত আছে প্রকৃতি তীর্থ নামে পরিচিত এই মতিঝিল। এখানে ৩০০ বছর আগে নবাবরা মুক্ত চাষ করতেন। তবে কয়েক মাস আগে মুক্ত চাষের উদ্যোগ গ্রহণ করা হয় এক বেসরকারি উদ্যোগে। এবছর ডিসেম্বর মাসে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। জানা যায়, ২০১৫ সালের ০১ জুলাই পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
advertisement
advertisement
এর আগে, এই বিশাল জায়গাটি পরিত্যক্তই পড়ে ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করেন। মতিঝিল পার্কের বর্তমান নাম দেওয়া হয়েছে ‘প্রকৃতি তীর্থ’। ঐতিহাসিক নমুনা বলতে এখানে রয়েছে একটি মসজিদ, সমাধিক্ষেত্র ও মতিঝিল হ্রদ। তবে ঘসেটির প্রাসাদ আজ নিশ্চিহ্ন।
advertisement
তবে মীরমদনের কামানের একটি অংশবিশেষ এখানে রাখা হয়েছে। মূল কামানটি রয়েছে হাজার দুয়ারি প্রাসাদে। বাংলার প্রধান তিনি নবাব- মুর্শিদকুলি খাঁ, আলীবর্দী খাঁ ও সিরাজ-উদ-দৌলার তিনটি ভাষ্কর্য রয়েছে এই পার্কে। মতিঝিলের মূল ফটকটি আজও রয়েছে, তবে তা ভগ্নপ্রায়। পাশেই নতুন করে গেট তৈরি করা হয়েছে। কথিত রয়েছে, মতিঝিল থেকে একসময় খোশবাগ দেখা যেত। বর্তমানে মতিঝিল শুধু একটি পার্কই নয়, মুর্শিদাবাদের বড় বিনোদন কেন্দ্রও বটে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2023 2:08 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Tourist Spots: বছর শেষ একদিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? কলকাতা থেকে খুব কাছে, দেখে আসুন নবাবের মুক্ত চাষের এলাকা







