Accident News: বেঘোরে প্রাণ গেল সিভিক ভলেন্টিয়ারের! বেপরোয়া বাইকের ধাক্কায় সব শেষ

Last Updated:

বেপরোয়া বাইকের ধাক্কায় বেঘোরে প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কলুপুকুর মোড় এলাকার ঘটনা।

বসিরহাট: বেপরোয়া বাইকের ধাক্কায় বেঘোরে প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কলুপুকুর মোড় এলাকার ঘটনা। মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি শালিপুর অঞ্চলের গোয়ালপোতা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ আনুমানিক রাত নটা নাগাদ কলুপুকুর মোড় এলাকায় রাস্তার ধারে কর্তব্যরত অবস্থায় ছিলেন বছর ৩২ এর ওই ব্যক্তি। হাড়োয়ার থেকে লাউহাটির দিকে যাওয়া একটি বাইক সজোরে ধাক্কা মারে তাকে। ঘটনায় গুরুতর আহত হন ওই সিভিক ভলেন্টিয়ার।
advertisement
advertisement
ঘাতক বাইক নিয়ে বাইক আরোহী দ্রুত পালিয়ে যায়। অন্য এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের সহায়তায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
advertisement
দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে এদিন ভোররাতে মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। ময়নাতদন্তের পরেই ওই সিভিক ভলেন্টিয়ার এর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবার চার সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। প্রায় চার-পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর একটি তিন বছরের কন্যা সন্তানও রয়েছে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Accident News: বেঘোরে প্রাণ গেল সিভিক ভলেন্টিয়ারের! বেপরোয়া বাইকের ধাক্কায় সব শেষ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement