Alipurduar News: বিশেষ এই চা বিক্রি করেই ব্যপক লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ারের চা বিক্রেতা! জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
পেশা বদলের পরই লাভের মুখ দেখছেন রাজেশ চৌধুরী। জনপ্রিয়তা বেড়েছে কালচিনিজুড়ে। ভোর থেকে রাত পর্যন্ত তাঁর চায়ের দোকানে জমে ওঠে আড্ডা।
আলিপুরদুয়ার: পেশা বদলের পরই লাভের মুখ দেখছেন রাজেশ চৌধুরী।জনপ্রিয়তা বেড়েছে কালচিনি জুড়ে। ভোর থেকে রাত পর্যন্ত তাঁর চায়ের দোকানে জমে ওঠে আড্ডা।
কালচিনির ট্রলি লাইন এলাকায় রয়েছে রাজেশ চৌধুরীর দোকান। দু’বছর হল তিনি চায়ের দোকান করছেন। আগে অটো চালাতেন। চা বানানোর নেশা ছিল প্রথম থেকেই। অটোর ব্যবসায় লোকসানের মুখ দেখছিলেন।তারপরেই অটো ছেড়ে চায়ের দোকান শুরু করেন তিনি।
আরও পড়ুন: বছর শেষ একদিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? কলকাতা থেকে খুব কাছে, দেখে আসুন নবাবের মুক্ত চাষের এলাকা
advertisement
advertisement
বিশেষ করে মালাই চা নাম করেছে তাঁর দোকানের। রাজেশ চৌধুরী স্পেশাল এই মালাই চায়ের দাম মাত্র দশ টাকা। চায়ের টানে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন মানুষ। দুধ জাল দেওয়ার পর যে মালাই পাওয়া যায় সেটি জমিয়ে রেখে দুপুরবেলা থেকে তিনি শুরু করেন মালাই চা তৈরির কাজ শুরু করেন।
advertisement
এই বিষয়ে চা বিক্রেতা রাজেশ চৌধুরী জানান, “আগে আমি অটো চালাতাম। তারপর লকডাউন চলে এল। অটো চলত না। আর কী করব।ভাবলাম চা ভাল তৈরি করতে পাড়ি। যখন তখন চা তৈরি করে ছোট ব্যবসা শুরু করি। যারা আসেন তাঁদের শুভকামনাতেই স্থায়ী দোকান করতে পেরেছি।”
এই শীতে আরও ভিড় জমে এই দোকানে। স্থানীয় মানুষেরা তো রয়েছেন, পর্যটকেরা এই রাস্তা ধরে চলাফেরা করলে রাজেশ চৌধুরীর দোকানে দাঁড়িয়ে মালাই চা খেয়ে যান। ভিড় জমে গেলে রাজেশ চৌধুরীকে এই কাজে সাহায্য করেন বাড়ির মহিলারা। চায়ে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।
advertisement
Annanya Dey
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 2:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alipurduar News: বিশেষ এই চা বিক্রি করেই ব্যপক লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ারের চা বিক্রেতা! জানলে অবাক হবেন