Alipurduar News: বিশেষ এই চা বিক্রি করেই ব্যপক লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ারের চা বিক্রেতা! জানলে অবাক হবেন

Last Updated:

পেশা বদলের পরই লাভের মুখ দেখছেন রাজেশ চৌধুরী। জনপ্রিয়তা বেড়েছে কালচিনিজুড়ে। ভোর থেকে রাত পর্যন্ত তাঁর চায়ের দোকানে জমে ওঠে আড্ডা।

+
রাজেশ

রাজেশ চৌধুরী 

আলিপুরদুয়ার: পেশা বদলের পরই লাভের মুখ দেখছেন রাজেশ চৌধুরী।জনপ্রিয়তা বেড়েছে কালচিনি জুড়ে। ভোর থেকে রাত পর্যন্ত তাঁর চায়ের দোকানে জমে ওঠে আড্ডা।
কালচিনির ট্রলি লাইন এলাকায় রয়েছে রাজেশ চৌধুরীর দোকান। দু’বছর হল তিনি চায়ের দোকান করছেন। আগে অটো চালাতেন। চা বানানোর নেশা ছিল প্রথম থেকেই। অটোর ব‍্যবসায় লোকসানের মুখ দেখছিলেন।তারপরেই অটো ছেড়ে চায়ের দোকান শুরু করেন তিনি।
advertisement
advertisement
বিশেষ করে মালাই চা নাম করেছে তাঁর দোকানের। রাজেশ চৌধুরী স্পেশাল এই মালাই চায়ের দাম মাত্র দশ টাকা। চায়ের টানে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন মানুষ। দুধ জাল দেওয়ার পর যে মালাই পাওয়া যায় সেটি জমিয়ে রেখে দুপুরবেলা থেকে তিনি শুরু করেন মালাই চা তৈরির কাজ শুরু করেন।
advertisement
এই বিষয়ে চা বিক্রেতা রাজেশ চৌধুরী জানান, “আগে আমি অটো চালাতাম। তারপর লকডাউন চলে এল। অটো চলত না। আর কী করব।ভাবলাম চা ভাল তৈরি করতে পাড়ি। যখন তখন চা তৈরি করে ছোট ব‍্যবসা শুরু করি। যারা আসেন তাঁদের শুভকামনাতেই স্থায়ী দোকান করতে পেরেছি।”
এই শীতে আরও ভিড় জমে এই দোকানে। স্থানীয় মানুষেরা তো রয়েছেন, পর্যটকেরা এই রাস্তা ধরে চলাফেরা করলে রাজেশ চৌধুরীর দোকানে দাঁড়িয়ে মালাই চা খেয়ে যান। ভিড় জমে গেলে রাজেশ চৌধুরীকে এই কাজে সাহায্য করেন বাড়ির মহিলারা। চায়ে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alipurduar News: বিশেষ এই চা বিক্রি করেই ব্যপক লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ারের চা বিক্রেতা! জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement