Summer Tips: মাথা ভিজিয়ে স্নান করেই রোদে বের হন? সান স্ট্রোক থেকে বাঁচতে কী করতে হবে বললেন বিশেষজ্ঞ
- Written by:Trending Desk
- Published by:Raima Chakraborty
Last Updated:
Summer Tips: গরম থেকে রেহাই পেতে মানুষ নানা ধরনের টোটকা ব্যবহার করছেন। কিন্তু সচেতন ভাবে স্বাস্থ্যের দিকে এই সময় নজর দেওয়া দরকার।
কলকাতা: সারাদেশে শুরু হয়েছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাদ পড়ছে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গও। সকাল ৯টার পর থেকেই আকাশ জুড়ে শুরু হচ্ছে অগ্নিতাণ্ডব। সকাল ১০টা পর বাড়ি থেকে বাইরে বেরনোর মতো পরিস্থিতিই থাকছে না।
গরম থেকে রেহাই পেতে মানুষ নানা ধরনের টোটকা ব্যবহার করছেন। কিন্তু সচেতন ভাবে স্বাস্থ্যের দিকে এই সময় নজর দেওয়া দরকার।
প্রচণ্ড গরমে সর্দি, কাশি, জ্বরের মতো সমস্যা যেমন দেখা দেয়। তেমনই ত্বকের নানা রোগ যেমন চুলকানি, ফুসকুড়ির সমস্যা দেখা যায়। সঙ্গে বিপাকক্রিয়াও বিপর্যস্ত হতে পারে। অ্যাসিডিটি, ক্ষুধামান্দ্য, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যেই এমন সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যেতে শুরু করেছেন রোগীরা। রাজস্থানের অবস্থা আরও খারাপ। সেখানকার হাসপাতালগুলির বহির্বিভাগে ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা।
advertisement
advertisement
জিজ্ঞাসা সাহানিআরও পড়ুন: সকাল থেকে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, গরমের মারাত্মক জ্বলুনি এই জেলায়
স্থানীয় আরবিএম হাসপাতালের পিএমও জিজ্ঞাসা সাহানি জানাচ্ছেন কী ভাবে গ্রীষ্মের মরশুমে সুস্থ থাকা যায়—
১. গরমে খুব হালকা খাবার খাওয়া দরকার। তেল মশলাযুক্ত ভারী খাবার একেবারেই নয়। ভরপেট না খাওয়াই ভাল।
advertisement
২. শরীরে জলের পরিমাণ স্থির রাখতে হবে। প্রচুর জল খেতে হবে। বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই সামান্য খাবার খেয়ে পরিমাণ মতো জল পান করে বেরতে হবে।
আরও পড়ুন: জন্মদিনে ঠাকুমার দেওয়া উপহার ছিল লটারির টিকিট, তাতেই ৮ কোটি জয় নাতির! অবিশ্বাস্য
৩. রোদে বেরতে হলে কোনও সুতির কাপড় দিয়ে মাথা ও মুখ ঢেকে রাখা ভাল। প্রয়োজন হলে সুতির গ্লাভস ব্যবহার করা যেতে পারে।
advertisement
৪. প্রচণ্ড গরমে হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। এ জন্য সকালের খাবারে তাজা দই বা বাটারমিল্ক খাওয়া যেতে পারে।
৫. প্রতিদিনের খাদ্য তালিকায় গাজর, মুলো, শসা, শালগম ইত্যাদি রাখা প্রয়োজন। খেতে হবে মরশুমি ফল। লেবু, আখের রস ইত্যাদিও খাওয়া যেতে পারে।
৬. রোদে বেরনোর আগে চুল ভিজিয়ে স্নান করে নেওয়াই ভাল। তাতে সানস্ট্রোক, নাক দিয়ে রক্ত পড়া, মাথা ঘোরা, মাথাব্যথা ইত্যাদি সমস্যা কম হতে পারে। প্রয়োজনে মাথা ঢেকে রাখতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 18, 2023 9:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/স্বাস্থ্য/
Summer Tips: মাথা ভিজিয়ে স্নান করেই রোদে বের হন? সান স্ট্রোক থেকে বাঁচতে কী করতে হবে বললেন বিশেষজ্ঞ









