Lottery Win: জন্মদিনে ঠাকুমার দেওয়া উপহার ছিল লটারির টিকিট, তাতেই ৮ কোটি জয় নাতির! অবিশ্বাস্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Lottery Win: লটারি খেলার উপযুক্ত ১৮ বছর বয়সে পৌঁছতেই এভাবে কোটিপতি হওয়ার ঘটনা সত্যিই নজিরবিহীন।
নয়াদিল্লি: ১৮ বছরে পড়ার বিশেষ জন্মদিনে উপহার পেয়েছিল লটারির টিকিট। আর সেই টিকিটেই ভাগ্যোদয় কালেব হ্যাং নামে মার্কিন দেশের ফ্লোরিডার বাসিন্দা এক তরুণের। এক মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৮ কোটি ২ লক্ষ জয় করেছে সে। লটারি খেলার উপযুক্ত বয়সে পৌঁছতেই এভাবে কোটিপতি হওয়ার ঘটনা সত্যিই নজিরবিহীন। তবে টিকিটটি কালেবকে জন্মদিনে উপহার দিয়েছিলেন তার ঠাকুমা।
কালেব জন্মদিনে পাওয়া সেই উপহার টিকিটেই প্রথমবারে কোটিপতি হয়েছে। তার কথায়, 'আমি তো হতবাক। ভাবতেই পারছি না। আমি ও মা মাছ ধরতে যাচ্ছিলাম। রাস্তাতেই টিকিটটা স্ক্র্যাচ করি। সেখানেই দেখি কোটিপতি হয়ে গেছি আমরা'। বাড়ি থেকে মাছ ধরতে বেরিয়ে সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। ফলে লটারি জেতার আনন্দে ফের গাড়ি ঘুরিয়ে বাড়ি ফেরে মা ও ছেলে।
advertisement
When Geraldine Gimblet of #Lakeland picked up the last $2,000,000 BONUS CASHWORD Scratch-Off game, her passion for crossword games paid off to the tune of a $2 million-dollar top prize, but that’s just the beginning of a truly, winning story! 👉https://t.co/q5mFPaUHR4 pic.twitter.com/mv55B9zmz9
— Florida Lottery (@floridalottery) April 7, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: দুরারোগ্য অসুখে আক্রান্ত সেলিন ডিয়ন, টাইটানিকের গায়িকা চিরতরে হারাতে পারেন সুর!
আইডি কার্ড নিয়ে সোজা চলে যায় টিকিটের টাকা নিতে। মুহূর্তের মধ্যে স্ক্র্যাচ করা টিকিটে কোটিপতি হয়ে যায় ১৮-র তরুণ। টাকা পেয়ে তার বক্তব্য, 'একেবারে সেরা উপহার'। ঠাকুমাকে ধন্যবাদ জানাতে ভোলেনি কোটিপতি কালেব। কী করবে সে এত টাকা নিয়ে? কালেব জানায়, কলেজের টাকাপয়সা, ফি জমা দেবে, ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখে দেবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 11:35 AM IST