Celine Dion Health: দুরারোগ্য অসুখে আক্রান্ত সেলিন ডিয়ন, টাইটানিকের গায়িকা চিরতরে হারাতে পারেন সুর!

Last Updated:

Celine Dion Health: সেলিন ডিয়ন খুবই অসুস্থ। চিকিৎসকেরা এমনও আশঙ্কা করেছেন যে, সেলিন আর কোনওদিন গান গাইনে না-ও পারেন।

সেলিন ডিয়ন
সেলিন ডিয়ন
নিউ ইয়র্ক: প্রায় এক বছর ধরে এক জটিল স্নায়ুরোগে আক্রান্ত অস্কারজয়ী গায়িকা সেলিন ডিয়ন। স্বাভাবিক ভাবেই তাঁর ভক্তদের জন্য এটি খুবই মন খারাপ করা খবর। তবে সম্প্রতি সেলিনের বোন ক্লডেট ডিয়ন সেরানো গায়িকার শারীরিক পরিস্থিতির খোঁজ দিয়েছেন। জানিয়েছেন সেলিন এখন কেমন আছেন। তবে পরিস্থিতি যে খুবই জটিল সে কথারও ইঙ্গিত রয়েছে বোনের বক্তব্যে।
কী হয়েছে সেলিন ডিয়নের? টাইটানিক ছবির 'মাই হার্ট উইল গো অন'-এর সুরে বিশ্বের মানুষের মন জয় করা সুরসাধিকার কী এমন অসুখ? হ্যাঁ, সেলিন ডিয়ন খুবই অসুস্থ। চিকিৎসকেরা এমনও আশঙ্কা করেছেন যে, সেলিন আর কোনওদিন গান গাইনে না-ও পারেন। স্টেজে উঠে ঘণ্টার পর ঘণ্টা শো করার তো প্রশ্নই নেই। কারণ একটি বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন তিনি, 'স্টিফ পারসন সিনড্রোম' নামের এক রোগ ধরা পড়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন: অবশেষে সন্তানের মুখ দেখালেন বিপাশা বসু, কার মতো দেখতে দেবীকে? চমকে যাবেন দেখলে!
গত ডিসেম্বরে ৫৪ বছর বয়সি সঙ্গীতশিল্পী একটি ইনস্টাগ্রাম পোস্ট দেন। সেখানেই সেলিন জানান, 'স্টিফ পারসন সিনড্রোম' নামের একটি রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। স্টিফ পারসন সিনড্রোম বা 'এসপিএস' একটি 'অটো ইমিউন' রোগ। ঠিক কেন এই রোগ হয়, তা নিশ্চিত করে বলা না গেলেও গবেষকদের ধারণা, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনও কারণে দেহেরই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করলে এই সমস্যা তৈরি হয়। সাধারণত মধ্যবয়স্ক মানুষরা এই রোগে আক্রান্ত হন।
advertisement
advertisement
আরও পড়ুন: ৬০ বছরের পুরনো বেনারসি শাড়ি 'কেটেছেঁটে' সেটাই পরে আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা! কী কাণ্ড দেখুন
যেহেতু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়, তাই এই রোগে দেহের বিভিন্ন পেশি অসাড় হয়ে আসে। হাঁটাচলা কিংবা কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন রোগী। শিল্পীর দাবি, রোগটি এতই বিরল যে, ১০ লক্ষ মানুষের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত হন। রোগের ধাক্কায় গান গাওয়াই কঠিন হয়ে উঠছে তাঁর পক্ষে। সেলিনের এই অসুস্থতার কারণে বিশ্বের সমস্ত শো বাতিল করা হয়েছে। কারণ, বেশ কিছু দিন ধরেই খিঁচুনির সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকের আশঙ্কা, এই রোগটি থেকেই দেখা দিচ্ছে খিঁচুনি।
advertisement
সেলিনের বোন ক্লডেট জানিয়েছেন, 'গত বছর থেকে চিকিৎসা শুরু হওয়ার পর সেলিন স্পটলাইট থেকে সরে দাঁড়িয়েছেন। তবে আমি বিশ্বাস করি ও অসম্ভব বুদ্ধিমতী, জীবনকে ভীষণ ভালবাসে। নিজের ভাগ্যের এমন বিড়ম্বনা দেখে এক ফোঁটাও চোখের জল ফেলেনি। আমরাও সব সময় ওকে পজিটিভ রাখার চেষ্টা করছি। আমি বিশ্বাসী ভালবাসার শক্তিতে। সব সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরা ওঁর খেয়াল রাখছেন। সেলিন স্টেজে ফিরবেনই'।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Celine Dion Health: দুরারোগ্য অসুখে আক্রান্ত সেলিন ডিয়ন, টাইটানিকের গায়িকা চিরতরে হারাতে পারেন সুর!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement