Priyanka Chopra: ৬০ বছরের পুরনো বেনারসি শাড়ি 'কেটেছেঁটে' সেটাই পরে আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা! কী কাণ্ড দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Priyanka Chopra: বিশেষ করে দ্বিতীয় দিন প্রিয়াঙ্কা চোপড়ার পোশাকে এক অদ্ভুত চমক দিয়েছিলেন।
মুম্বই: শনিবার ও রবিবার মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন উপলক্ষে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নানা অতিথি। এই অনুষ্ঠানে দীর্ঘদিন পর দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। আমেরিকার পপ সঙ্গীতশিল্পী স্বামী নিক জোনাসের সঙ্গেই এই অনুষ্ঠানের দু'দিনই এসেছিলেন প্রিয়াঙ্কা। তবে বিশেষ করে দ্বিতীয় দিন তাঁর পোশাকে এক অদ্ভুত চমক দিয়েছিলেন নায়িকা।
বরাবরই ফ্যাশন নিয়ে সচেতন প্রিয়াঙ্কা চোপড়া NMACC-র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে পরেছিলেন ৬০ বছরের পুরনো এক বেনারসি শাড়ি। তবে সেটি শাড়ির মতো না পরে, দিয়েছিবেন তাতে ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের ছোঁয়া। ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি এই পোশাক প্রায় ৬ মাস ধরে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় অনুষ্ঠানে ভারতের পোশাককে গ্লোবাল ফ্যাশনে পরিণত করেছেন ডিজাইনার অমিত আগরওয়াল।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: রিমঝিম মিত্রর বিয়ের পর এবার আরও বড় খবর, রহস্যফাঁস করলেন নায়িকা নিজেই!
ইনস্টাগ্রামে এই পোশাক তৈরির সমস্ত কাহিনিও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, ৬০ বছরের পুরনো একটি সিল্ক বেনারসি ব্রোকেড শাড়িকে রুপোলি সুতো ও সোনালি খাদির কাপড়ের সঙ্গে মিশ্রণ করে বানানো হয়েছে প্রিয়াঙ্কার পোশাক। এই পোশাকটি তৈরি করতে প্রায় ৬ মাস সময় লেগেছে তাঁর। প্রিয়াঙ্কাও দারুণ ভাবে এই পোশাককে গ্লোবাল ফ্যাশনে পরিণত করেছেন নিজস্ব স্টাইলে।
advertisement
আরও পড়ুন: রাজেশ খান্নার বদভ্যাসের জন্যই হিট জুটি ভাঙতে বাধ্য হয়েছিলেন শর্মিলা ঠাকুর, কারণ জানলে চমকে যাবেন!
বুলগেরি চোকারের সঙ্গে স্টেটমেন্ট রিং ও হিরের কানের দুল পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে হলোগ্রাফিক হাই হিল পরেছিলেন নায়িকা। চুলে ছিল ওয়েভি খোলা লুক ও শিমারি আইশ্যাডোর মেক-আপ। ঠোঁটে মভ রঙের গ্লসি লিপস্টিকের সাজে অনবদ্য দেখাচ্ছিল দেশি গার্লকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 2:24 PM IST