Eye Fatigue: দীর্ঘ স্ক্রিন টাইমে বাড়ছে চোখের ক্লান্তি, নিজেকে ঠিক রাখতে নজর দিন এই বিষয়গুলোয়!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Eye Fatigue: চোখের ক্লান্তি ও এই ধরনের সমস্যা দুর করার কয়েকটি সহজ উপায় হল-
#কলকাতা: আমাদের শরীরের সব থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অঙ্গটি আমাদের চোখ। বর্তমানে এই চোখ (Eye Fatigue) নিয়েই দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা। এছাড়া অতিরিক্ত কাজের চাপে আমাদের চোখদু'টি ঠিকঠাক বিশ্রামও পায় না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সবাই সিরিয়াস না হলেও, এর ফল হতে পারে মারাত্মক। এর ফলে চোখে জ্বালা ও চুলকানির সৃষ্টি হতে পারে। চোখ দিয়ে ক্রমাগত জল বেরোতে থাকবে। চোখ ফুলেও উঠতে পারে। অনেকের এর থেকে মাথাব্যথাও শুরু হয়। কিন্তু কয়েকটি বিষয় ঠিকঠাক মেনে চললেই চোখদু'টিকে একটু বিশ্রাম দেওয়া সম্ভব। চোখের ক্লান্তি ও এই ধরনের সমস্যা দুর করার কয়েকটি সহজ উপায় হল-
বর্তমানে আমরা সবাই মোবাইল, ল্যাপটপের ওপরই অনেকটা সময় অতিবাহিত করি। সারা দিন ধরেই এদের স্ক্রিনের ওপর আমাদের নজর থাকে। তাই চোখের ক্লান্তি দুর করার জন্য এই স্ক্রিন টাইমের সময় কমাতে হবে। কাজের জন্য যতটা দরকার তা করে বাকি সময়টা এগুলো আর ব্যবহার করা চলবে না।
advertisement
কাজের মাঝে মাঝেই চোখে ঠাণ্ডা জলের ঝাপসা দেওয়া দরকার। একটানা কাজের মাঝে কিছুটা সময় চোখ বন্ধ (Eye Fatigue) করে তাকে বিশ্রাম দিতে হবে। সেই সময় চোখ বন্ধ করে তার পাতার ওপর হালকা ভাবে হাত দিয়ে মাসাজ করলেও খুব ভালো ফল পাওয়া যায়।
advertisement
কাজ করার সময় নিজের মোবাইল অথবা ল্যাপটপ কিছুটা দূরত্বে রাখা উচিত। তার স্ক্রিন যেন চোখের খুব সামনে না থাকে। মোটামুটি চোখের থেকে তার দুরত্ব যেন প্রায় ২ ফুটের কাছাকাছি হয়।
এছাড়াও কাজ করার সময় এই সকল স্ক্রিনের আলো খুব বেশি বাড়িয়ে রাখা উচিত নয়। এখানে দেখতে হবে কোনও ভাবেই যেন চোখের ওপর খুব বেশি চাপ না পরে।
advertisement
কাজ করার সময় ঘরের আলো বন্ধ করে রাখলেও চোখের ওপর তার মারাত্মক প্রভাব পড়ে। মোবাইল ও ল্যাপটপের আলো সরাসরি চোখের ওপর পড়ে সমস্যার সৃষ্টি (Eye Fatigue) করতে পারে।
চোখ লাল হয়ে ওঠা, ক্রমাগত জল পরা, চুলকানি এসব লক্ষণ চোখে দেখা গেলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করা দরকার। খুব সিরিয়াস কিছু না হলেও তা নিয়ে অবহেলা করা ঠিক হবে না।
advertisement
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যতদিন নিজেদের চোখে এই ধরনের সমস্যা থেকে যাচ্ছে, সেই সময়ে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা উচিত নয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2021 5:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eye Fatigue: দীর্ঘ স্ক্রিন টাইমে বাড়ছে চোখের ক্লান্তি, নিজেকে ঠিক রাখতে নজর দিন এই বিষয়গুলোয়!